পদ্মা সেতুতে নাট-বল্টু খুলে ভাইরাল ব্যক্তিকে আটক করেছে পুলিশ

ছবির উৎস, Getty Images
পদ্মা সেতুতে নাট-বল্টু খোলার ঘটনায় একজনকে আটক করেছে ঢাকার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ।
শনিবার সকালে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে ফেলছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ''এই হলো আমার পদ্মা সেতু, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলা আবার আটকায়া রাখছি।''
এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সমালোচনা শুরু হয়। অনেকেই প্রথম দিনেই পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেলার সমালোচনা করেন। আবার কেউ কেউ কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন, কীভাবে এতো সহজে সেতুর কোন অংশ খুলে ফেলা সম্ভব হয়?
এমন প্রেক্ষাপটে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার উদ্বোধন করা হলেও রবিবার ভোর থেকে সবার জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়। প্রথমদিনে অসংখ্য মানুষ সেতু দেখতে ভিড় করেন।
বিবিসি সংবাদদাতা নাগিব বাহার জানিয়েছেন, সকালে সেতুর টোল প্লাজার সামনে এক কিলোমিটারের চেয়ে লম্বা যানজটের তৈরি হয়েছিল।
অনেক দূরের জেলা থেকে বাস ও মাইক্রোবাস ভাড়া করে সেতুতে এসেছেন। তবে সবচেয়ে বেশি দেখা গেছে মোটরসাইকেল আরোহীদের।
সেতুতে দাঁড়ানো, ভিডিও বা ছবি তোলা নিষিদ্ধ হলেও অনেককেই সেতুর ওপর দাঁড়িয়ে থাকতে বা ভিডিও করতে দেখা যায়। সারাদিন ধরেই সেতুর দুই প্রান্ত থেকেই এভাবে মানুষকে আনাগোনা করতে দেখা যায়।
বিকালে একটি চিঠিতে সেতুর ওপরে মানুষের হাঁটাচলা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেই সঙ্গে একটি গণ বিজ্ঞপ্তি দিয়ে সেতুতে হাঁটাচলা বা ছবি না তোলার জন্য বিধিনিষেধ স্মরণ করিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়, পদ্মা সেতুতে গতিসীমা হবে ৬০ কিলোমিটার। সেতুর ওপর যানবাহন দাঁড়ানো যাবে না, যানবাহন থেকে নেমে হাঁটা বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। পায়ে হেঁটে বা সাইকেল, রিক্সায় সেতুতে ওঠা যাবে না। সেতুর ওপর কোন ধরনের ময়লা ফেলা যাবে না।

ছবির উৎস, Nagib Bahar
বাংলাদেশের পদ্মা নদীর ওপর দিয়ে তৈরি ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটির মাধ্যমে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে দেশের বাকি অংশের সংযোগ তৈরি করেছে।
এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু।
ত্রিশ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে।
শনিবার এই সেতু উদ্বোধনের পর প্রথম টোল দিয়ে সেতু পার হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে এদিন সারাদিনই সেতু যান চলাচলের জন্য বন্ধ রাখা হয় নিরাপত্তা জনিত কারণে। এদিন ফেরিও বন্ধ রাখা হয়।
ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে এই রুট দিয়ে সড়কপথে যোগাযোগ কার্যত অচল ছিল এই রুট দিয়ে।

ছবির উৎস, Getty Images
কোন গাড়িতে কতো টোল দিতে হবে?
পদ্মা সেতুর উপর যাতায়াতকারী যানবাহনের টোলের হার আগেই নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই তালিকা অনুযায়ী টোলের হার:
- মোটরসাইকেল - ১০০ টাকা
- কার ও জিপ - ৭৫০ টাকা
- মাঝারি বাস - ২০০০ টাকা
- বড় বাস - ২,৪০০ টাকা
- মাইক্রোবাস - ১,৩০০ টাকা
- মিনিবাস - ১,৪০০ টাকা
- ছোট ট্রাক (৫ টন পর্যন্ত) - ১,৬০০ টাকা
- মাঝারি ট্রাক (৫ থেকে ৮ টন) - ২,১০০ টাকা
- মাঝারি ট্রাক (৮ থেকে ১১ টন) - ২,৮০০ টাকা
- বড় ট্রাক (তিন এক্সেল পর্যন্ত) - ৫,৫০০ টাকা
- ট্রেইলার - ৬,০০০ টাকা
পদ্মা সেতু নিয়ে কিছু তথ্য
* পদ্মা সেতুতে গাড়ির লেন রয়েছে একেক পাশে দুটো করে এবং একটি ব্রেকডাউন লেন। অর্থাৎ মোট ছয় লেনের সেতু এটি, যদিও একে বলা হচ্ছে ফোর লেনের ব্রিজ।
* পদ্মা সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে ডাঙার অংশ ধরলে সেতুটির মোট দৈর্ঘ্য নয় কিলোমিটারের বেশি।
* দ্বিতল পদ্মা সেতুর এক অংশ মুন্সীগঞ্জের মাওয়ায়, আরেক অংশ শরীয়তপুরের জাজিরায়।
* সেতুর ওপরে গাড়ি চলাচল শুরু হয়েছে। রেল চলাচল করতে সময় লাগবে আরও।
* পদ্মা সেতু নির্মাণে মোট খরচ করা হচ্ছে ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা। গত বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ব্যয় করা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি।
এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
End of YouTube post










