ঘূর্ণিঝড়: গভীর নিম্নচাপ হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে আসানি

বঙ্গোপসাগর হচ্ছে সাইক্লোন সৃষ্টির জন্য একেবারে আদর্শ জায়গা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বঙ্গোপসাগর হচ্ছে সাইক্লোন সৃষ্টির জন্য একেবারে আদর্শ জায়গা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আসানি বুধবার (১১মে) মাঝরাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের মছিলিপত্তনম ও নারসাপুরমের মধ্যবর্তী স্থানে উপকূলে আঘাত হেনেছে।

তবে ল্যান্ডফল করার আগে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে (ডিপ ডিপ্রেশন) পরিণত হয় বলে ভারতের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

আসানির প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টিপাত হচ্ছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, আসানির প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টিপাত হচ্ছে

অন্ধ্র উপকূলের জেলাগুলোতে এখনো মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে।

আরো পড়ুন:

২০১৯ সালের মে মাসে ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছিল সাইক্লোন ফনি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১৯ সালের মে মাসে ভারতের পূর্ব উপকূলে আঘাত হেনেছিল সাইক্লোন ফনি

সঙ্গে বইছে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

আবহবিদরা এর আগে ধারণা করেছিলেন 'আসানি' হয়তো শেষ পর্যন্ত ল্যান্ডফল করবে না - কিন্তু বুধবার দুপুরের পর ঝড়টি অপ্রত্যাশিতভাবে গতিপথ পরিবর্তন করে অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়ে।

আসানি-র প্রভাবে অন্ধ্র প্রদেশ ছাড়াও তামিলনাড়ু, ওড়িশা ও কেরালাতেও আজ বৃষ্টিপাত হচ্ছে।

তবে পশ্চিমবঙ্গে এই ঝড়ের প্রভাব অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।

এদিকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই ঝড়ে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।

৭ই মে লঘুচাপটির অবস্থান

ছবির উৎস, BANGLADESH METEOROLOGICAL DEPARTMENT

ছবির ক্যাপশান, ৭ই মে লঘুচাপটির অবস্থান

এই ঝড়ের 'আসানি' নামকরণ করেছে শ্রীলঙ্কা, বাংলায় যার অর্থ 'ক্ষুব্ধ বা বিপদ'।

মঙ্গলবার থেকে বাংলাদেশে এই ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

ঝড় প্রবণ মে মাস

সাম্প্রতিক বছরগুলোতে মে মাসে বেশ কিছু ঘূর্ণিঝড় মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

দুই হাজার নয় সালের পাঁচই মে ঘূর্ণিঝড় আইলা আঘাত করেছিল।

দুই হাজার কুড়ি সালের ২০শে মে মাসে আঘাত করেছিল আইলা।

পরের বছর ২৬শে মে আঘাত করেছিল ঘূর্ণিঝড় ইয়াস।

বিবিসি বাংলায় আরো পড়ুন: