যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের

কিউবাকে ‘একটি চুক্তি করতে’ নতুবা পরিণতি ভোগ করতে হবে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিল হওয়া ৫৮ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে টেকনাফে সীমান্তের ওপারে রাখাইন থেকে আসা গুলিতে একটি শিশুসহ দুই জন আহত হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হয়েছে

    বাংলাদেশে ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

    কিউবাকে ‘একটি চুক্তি করতে’ নতুবা পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে।

    ইরানে গত দুই সপ্তাহের সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা।

    ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিল হওয়া ৫৮ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এদের মধ্যে একজন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন তিনি।

    মিয়ানমারের রাখাইনে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছেন তারা।

    ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই কার্যক্রমের নেতৃত্বে থাকবেন দলটির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘এখন যথেষ্ট ভালো আছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. কিউবাকে ‘খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করতে’ বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কিউবাকে ‘একটি চুক্তি করতে’ নতুবা পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    কিউবাকে ‘একটি চুক্তি করতে’ নতুবা পরিণতি ভোগ করতে হবে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেল এবং অর্থ সরবরাহ এখন বন্ধ হয়ে যাবে।

    গত তেসরা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির নেতা নিকোলাস মাদুরোকে তুলে আনার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার দিকে নজর দিয়েছেন।

    কিউবার দীর্ঘদিনের মিত্র ভেনেজুয়েলা দ্বীপটিতে প্রতিদিন প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল পাঠায় বলে ধারণা করা হয়। কিন্তু ট্রাম্প বলেছেন, এই সরবরাহ বন্ধ হয়ে যাবে।

    ট্রুথ সোশ্যালে রোববার ট্রাম্প এক পোস্টে বলেছেন, “বহু বছর ধরে ভেনেজুয়েলান তেল এবং অর্থের ওপর নির্ভর করে বেঁচে ছিল কিউবা। বিনিময়ে, কিউবা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসককে ‘নিরাপত্তা সার্ভিস’ দিয়েছিল, কিন্তু আর নয়।”

    “কিউবায় আর তেল অথবা অর্থ যাবে না - জিরো বা শূন্য! আমি দৃঢ়ভাবে তাদের পরামর্শ দিচ্ছি, খুব দেরি হওয়ার আগেই তারা একটি চুক্তি করে ফেলুক।”

    তবে চুক্তির শর্ত বা কিউবা কী ধরনের পরিণতি ভোগ করতে পারে সে বিষয়টি সুষ্পষ্ট করেননি ট্রাম্প।

    বহু বছর ধরেই কিউবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা দিয়ে আসছে।

    কিউবার সরকার জানিয়েছে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন অভিযানের সময় তাদের ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।

    ট্রাম্প বলেছেন, “গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ওই কিউবানদের বেশিরভাগ মারা গেছেন। ভেনেজুয়েলার এখন আর সেই ডাকাত ও চাঁদাবাজদের হাত থেকে সুরক্ষার প্রয়োজন নেই যারা কিনা এতো বছর ধরে তাদের জিম্মি করে রেখেছিল।”

    “ভেনেজুয়েলার এখন যুক্তরাষ্ট্র রয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী (অনেক ব্যবধানে!)। আমরা তাদের রক্ষা করবো” লিখেছেন ট্রাম্প।

    ট্রাম্পের সর্বশেষ হুমকির বিষয়ে কিউবান সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    কিন্তু প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ কানেল এর আগে বলেছিলেন, ভেনেজুয়েলায় নিহত ৩২ জন ‘সাহসী কিউবান যোদ্ধা’কে “সাম্রাজ্যবাদী পোশাক পরিহিত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার’ জন্য সম্মান জানানো হবে।

    ট্রাম্প প্রশাসন কিউবার জন্য পরিকল্পনা স্পষ্ট না করলেও, মার্কিন প্রেসিডেন্ট এর আগে বলেছেন, সামরিক হস্তক্ষেপ অপ্রয়োজনীয় কারণ দেশটি ‘পতনের জন্য প্রস্তুত।’

  3. জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম কোনো আসামির জামিন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো এবার জামিন পেয়েছেন একজন আসামি।

    জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো এবার জামিন পেয়েছেন একজন আসামি।

    কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লক্ষীপুর সদর উপজেলার সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারিকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    লিভার সিরোসিসে আক্রান্ত হুমায়ুন কবিরের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, তার দুই ভাইয়েরও একই রোগে মৃত্যু হয়েছে।

    যেসব শর্তে ট্রাইব্যুনাল তাকে জামিন দিয়েছে সেগুলো হলো, আসামিকে বাসার ঠিকানা দিতে হবে, গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বক্তব্য দেওয়া যাবে না।

    এছাড়াও তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানানো ছাড়া বাসা পরিবর্তন করা যাবে না, এ মামলায় সাক্ষ্য - প্রমাণকে প্রভাবিত করা যাবে না।

    এসব শর্ত ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে আসামিকে তদন্ত কর্মকর্তা গ্রেফতার করতে পারবেন বলে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

  4. যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি ইরানের

    আন্দোলন

    ছবির উৎস, MAHSA / Middle East Images / AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে।

    ইরানে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান।

    এদিকে, প্রাণঘাতী সরকারি দমন - পীড়ন উপেক্ষা করে শনিবার রাতেও আন্দোলন অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা।

    বিবিসির যাচাই করা ভিডিও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে দেখা যায়, বিক্ষোভের বিরুদ্ধে সরকার আরো কঠোর অবস্থানে গিয়েছে।

    এই আন্দোলন ইরানের প্রতিটি প্রদেশের একশটিরও বেশি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে।

    দুইটি হাসপাতালের চিকিৎসকরা বিবিসিকে জানিয়েছেন, দুইদিনে একশটিরও বেশি মরদেহ আনা হয়েছে। দেশজুড়ে নিহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    আন্দোলনকারীদের নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলার হুমকি দিয়েছে।

    অন্যদিকে, ইরান সংসদের স্পিকার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তবে ইসরায়েলসহ ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নৌ পরিবহন কেন্দ্রগুলো বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

    তীব্র মূল্যস্ফীতির কারণে ইরানের রাজধানী তেহরানে এই আন্দোলনের সূত্রপাত।

    এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন আন্দোলনকারীরা।

    ইরানের অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা বিক্ষোভ করবে তাদের ‘এনিমি অফ গড বা প্রভুর শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে। এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড।

    এদিকে, খামেনি বিক্ষোভকারীদের ‘একদল দুষ্কৃতকারী’ অভিহিত করে বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে এই আন্দোলন করছে।

    শনিবার ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সহায়তা করতে প্রস্তুত’ যেহেতু ইরান ‘স্বাধীনতা চাইছে।’

    একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে, গত ২৮শে ডিসেম্বর ইরানে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজার পাঁচশো জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

  5. রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইইউকে ইসরায়েলের আহ্বান

    ইসরাইলের ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী।

    ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইউরোপীয়ান ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন ইসরাইলের ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ গিডিওন সার লিখেছেন, “আমি জার্মান স্বরাষ্ট্র মন্ত্রী অ্যালেক্সান্ডার ডব্রিন্ডের সাথে এই বিষয়ে আলোচনা করেছি। ইসরায়েল ভ্রমণে এসেছিলেন তিনি। তিনি বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নে রেভ্যুলেশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার সময় এসেছে এখন।”

    তিনি বলেন, “জার্মানি দীর্ঘদিন ধরে এই অবস্থানে রয়েছে এবং এই বিষয়টির গুরুত্ব আজ সবার কাছে স্পষ্ট।”

    যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশ ইরানের রেভ্যুলেশনারি গার্ড সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ চিহ্নিত করেছে।

    ইরানের এই রেভ্যুলেশনারি গার্ড বস্তুত অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে।

    এই বাহিনীর প্রধান দায়িত্বই হল ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক 'সিস্টেম' বা সমাজব্যবস্থাকে রক্ষা করা।

    ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই এই আইআরজিসি বাহিনী গড়ে তোলা হয়েছিল।

    তারপর থেকে এই বাহিনী ক্রমশ ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমন্ডলে একটি বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাদের নিজস্ব পদাতিক সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনী পর্যন্ত আছে।

    রিভোলিউশনারি গার্ডস হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্যকে নিয়ে গড়া একটি মিলিশিয়া বাহিনীকেও নিয়ন্ত্রণ করে, যাদের নাম বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স।

  6. ইরানে অন্ততপক্ষে ১৯২ জন নিহত হয়েছে:মানবাধিকার সংস্থা

    ইরানের শতাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে গত দুই সপ্তাহের সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা।

    ইরানে গত দুই সপ্তাহের সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা।

    এর আগে ৫১ জন নিহতের সংখ্যার তুলনায় এটি উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

    সংস্থাটি জানিয়েছে, তারা “কমপক্ষে ১৯২ জন আন্দোলনকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।”

    তবে কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে এই সংখ্যা যাচাই করে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

    তবে, ইরানিয়ান এই মানবাধিকার সংস্থাটি সতর্ক করেছে যে নিহতের এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারে।

    কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইরানিয়ান এই মানবাধিকার সংস্থাটি আরো জানিয়েছে যে, মৃত্যুর সংখ্যা শত শত এবং সম্ভবত দুই হাজারেরও বেশি হতে পারে।

    ক্রমাগত আন্দোলনকারীদের হত্যার সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইরানিয়ান এই মানবাধিকার সংস্থা।

    একইসাথে বন্দিদের ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

  7. আপিল শুনানির দ্বিতীয় দিনে সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন

    নির্বাচন ভবন
    ছবির ক্যাপশান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিল হওয়া ৫৮ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিল হওয়া ৫৮ জন আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

    রোববার আপিল শুনানির দ্বিতীয় দিনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা এসব আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

    এ দিন আপিল শুনানিতে সাতটি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে।

    রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।

    রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরুর পর গত দুই দিনে মোট ১০৯ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। একজন বৈধ প্রার্থী বাদ পড়েছেন।

  8. ভারতের সাথে বিভিন্ন রকমের ট্রেড মেজারস নেওয়া হয়েছে:বাণিজ্য উপদেষ্টা

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

    ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা বলেন তিনি।

    “আমাদের বিভিন্ন রকমের ট্রেড মেজারস নেওয়া হয়েছে। আপনারা জানেন যে, আমাদের ব্রডার (বড় ধরনের) কিছু মেজারস দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে নেওয়া হয়েছে সেইটায় কোনো ইম্প্যাক্ট এসছে কিনা এই মুহুর্তে বলতে পারছি না” বলেন মি. উদ্দিন।

    আইপিএল ইস্যুতে ভারত বাংলাদেশের ব্যবসার প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, সামগ্রিকভাবে উদার বাণিজ্যে বাংলাদেশ বিশ্বাসী।

    “আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। আমাদের দেশ স্পেসিফিক, যতক্ষণ পর্যন্ত না আমরা মনে করি কোনো একটা পার্টিকুলার বাণিজ্যে আমাদের স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, ততক্ষণ পর্যন্ত আমরা ‘বাই লেটারাল’ কোনো সিদ্ধান্ত নিব না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী” বলেন মি. উদ্দিন।

  9. স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যার ঘটনায় চার জন গ্রেফতার

    গ্রেফতারকৃত চারজন।

    ছবির উৎস, Dhaka Metropolitan Police

    ছবির ক্যাপশান, ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

    যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন জিন্নাত (২৪), মোঃ বিল্লাল, আব্দুল কাদির(২৮) এবং মোঃ রিয়াজ (৩১)।

    ডিএমপি ডিবি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হত্যার ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জড়িতদের সনাক্তকরণ, গ্রেফতার ও হত্যার মোটিভ উদঘাটনে কাজ শুরু করে।

    এরই প্রেক্ষিতে ডিবির কয়েকটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয় বলে দাবি পুলিশের।

    পুলিশ জানিয়েছে, ডিবির একাধিক আভিযানিক দল শনিবার ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে।

    এ সময় তাদের হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত নম্বর প্লেট বিহীন একটি মোটর সাইকেল ও নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।

    ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম জানান, এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

    গত সাতই জানুয়ারি রাত সাড়ে আটটায় মোসাব্বিরসহ দুইজনকে গুলি করা হয়।

    এতে মোসাব্বির নিহত হন এবং সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এই ঘটনায় নিহত মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার বা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

  10. গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

    এনসিপির আত্মপ্রকাশের দিনের ছবি।
    ছবির ক্যাপশান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারা দেশে ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগ দেবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    রোববার এনসিপি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই তথ্য জানিয়েছে।

    এনসিপি জানিয়েছে, এই কার্যক্রমের নেতৃত্বে থাকবেন দলটির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    দলটি আরো জানিয়েছে, নিজেদের প্রার্থী থাকা আসনে প্রার্থীর নেতৃত্বে আর প্রার্থী না থাকা আসনে ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধির মাধ্যমে প্রচারণা চালাবে এনসিপি।

    সম্প্রতি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

    সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

    গত নয়ই জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কমিটির চেয়ারম্যান করা হয় এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন।

    এছাড়াও কমিটিতে আরও ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

    গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র - তরুণদের নিয়ে গঠিত হয়েছে নতুন এই রাজনৈতিক দলটি।

  11. নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘এখন যথেষ্ট ভালো আছে’: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘এখন যথেষ্ট ভালো আছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘এখন যথেষ্ট ভালো আছে’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    মি. আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবেই নিয়ন্ত্রণে আছে। হ্যা, আমরা দুই – একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটরিয়েট হয় এরকম দুই – একটা ঘটনা আমরা দেখেছি কিন্তু আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে''।

    আইনশৃঙ্খলা বাহিনীর কনফিডেন্স অনেক চাঙা বলেও উল্লেখ করেন তিনি।

    “আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশের ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি কি বিষয় হতে পারে, কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে তা নিয়ে তারা কথাবার্তা বলছেন। একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদের খুব হেল্প করবে” বলেন মি. আলম।

    নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সে বিষয়েও জানান তিনি।

    মি. আলম বলেন, “আমরা আশা করছি ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে প্লাস যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডিওউন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে .... খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে। খুব দ্রুত র‍্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে এটাকে ট্যাকেল দেওয়ার জন্য।”

  12. নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি: ইইউ পর্যবেক্ষণ মিশন

    ইউরোপীয় ইউনিয়নের সংবাদ বিজ্ঞপ্তি

    ছবির উৎস, EUROPEAN UNION

    ছবির ক্যাপশান, বাংলাদেশে ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

    বাংলাদেশে ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে মি. ইজাবস বলেছেন, “ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে এই ঐতিহাসিক নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। আমি আশা করি এখানে আমাদের কাজ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।”

    আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য গতবছরের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে মোতায়েন করা হয়েছে।

    ২০০৮ সালের পর এটিই দেশে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বাংলাদেশের জাতীয় আইন অনুযায়ী এই নির্বাচনগুলো কতটা পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচন মানদণ্ড গ্রহণ করেছে সেগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা মূল্যায়ন করবে এই মিশন।

    প্রধান পর্যবেক্ষক মি. ইজাবস লিখিত বিজ্ঞপ্তিতে বলেছেন, “ এই নির্বাচনগুলোর জন্য আমাদের কারিগরি মূল্যায়ন তিনটি মূল নীতির মাধ্যমে পরিচালিত হয়: স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতা। আমরা দীর্ঘমেয়াদী এবং দেশব্যাপী পর্যবেক্ষণের একটি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করব। আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব, তবে ফলাফল প্রত্যয়ন করব না। এই নির্বাচন একান্তই বাংলাদেশের জনগণের।”

  13. সংসদ নির্বাচন করতে পারবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

    নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

    ছবির উৎস, নাগরিক ঐক্য

    ছবির ক্যাপশান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে প্রার্থিতা ফিরে পেলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

    এর ফলে বগুড়া – ২ এবং ঢাকা ১৮ আসনে নির্বাচন করতে পারবেন মি. মান্না।

    তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    মি. মান্নার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, নির্বাচন কমিশনের অ্যাপিলেট ট্রাইব্যুনাল আপিল আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন।

    সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই আপিল আবেদনের শুনানি হয়েছে।

    এর আগে, গত দোসরা জানুয়ারি বগুড়া-২ আসনে মি. মান্নার মনোনয়নপত্র যাচাই – বাছাই শেষে বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।

    ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি।

  14. রাখাইনে ব্যাপক সংঘর্ষ, সীমান্তের ওপার থেকে আসা গুলিতে শিশুসহ আহত দুইজন

    ২০২৪ সালের ডিসেম্বরে রাখাইনের মংডু শহরের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে চলে যায়

    ছবির উৎস, Arakan Army

    ছবির ক্যাপশান, কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে একজন শিশুসহ দুই জন আহত হয়েছে।

    মিয়ানমারের রাখাইনে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপার থেকে মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছেন তারা।

    কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে মিয়ানমার থেকে আসা গুলিতে একটি শিশুসহ দুই জন আহত হয়েছে।

    টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মুস্তফা দাবি করেন, সকাল ১১ টা থেকেই মিয়ানমারের ওপারে যুদ্ধ পরিস্থিতি রয়েছে। মুহূর্মূহু গোলাগুলি, বোমা বিস্ফোরণ, মর্টারশেল ও ড্রোন হামলার শব্দ শুনতে পাচ্ছিলেন তারা।

    "মিয়ানমারের রাখাইন রাজ্যে সকাল থেকেই যুদ্ধের মতো। আমরা বাসাত পর্যন্ত থাকতে পারছি না। বড় বড় অস্ত্র মারছে " বলেন মি. মুস্তাফা।

    হোয়াইক্যং ইউনিয়নের লাম্বা তেরছি ব্রিজের কাছে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে নিহত শিশুসহ তিনজন আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

    প্রথমে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানিয়েছেন, দুপুর দেড়টার কিছু পরে শিশুটিকে যখন কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম সদর হাসপাতালে রেফার করা হচ্ছিলো তখনও সে জীবিত ছিল।

    মি. বিশ্বাস বিবিসি বাংলাকে বলেন, “ শিশুটিসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে।”

    মিয়ানমারে এখন সামরিক জান্তার আয়োজনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।

    এর মধ্যেই রাখাইনে গত তিনদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে বলে জানা গেছে। রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। সেই সাথে রাখাইনের তিনটি রোহিঙ্গা গোষ্ঠীর সাথেও আরাকান আর্মির সংঘর্ষ ঘটেছে।

    টেকনাফের পাহাড়ি এলাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হোয়াইক্যং ইউনিয়নের লাম্বা তেরছি ব্রিজের কাছে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে নিহত শিশুসহ তিনজন আহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে