আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপ: নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান আজ হারলেই 'ব্যাগ গুছিয়ে বাড়ি যাবে' ভিরাট কোহলির ভারত
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে দুটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে আফগানিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে বিকেল চারটায়।
আফগানিস্তান আপাতত টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার যে লড়াই সেটা থেকে পিছিয়ে গেছে।
যেমন আজ আফগানিস্তানের বিপক্ষে জিতে গেলেই সেমিফাইনালে নিউজিল্যান্ড।
এরপর আর কোনও সমীকরণ থাকবে না।
ভারতের সাথে আগামীকাল নামিবিয়ার ম্যাচটি তাৎপর্যহীন হয়ে যাবে।
আর আফগানিস্তান জিতলে ভারতের সুযোগ বাড়বে, যেহেতু ভারতের শেষ খেলা নামিবিয়ার সাথে, তবে একইসাথে আফগানিস্তানেরও কিছুটা সুযোগ থাকবে। যদি রান রেটে তারা এগিয়ে যায়।
এই ম্যাচটি আফগানিস্তান হেরে গেলে ভারতের পরিকল্পনা কী থাকবে প্রশ্ন রাখা হয় রবীন্দ্র জাদেজার কাছে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরের প্রেস কনফারেন্সে তিনি বলেন, "কী আর করব? ব্যাগ গুছাবো ও বাড়ি যাব।"
এই ম্যাচটির ওপর ভারত এতটাই নির্ভরশীল এর আগের ম্যাচে রাভিচান্দ্রান আশ্বিন মজার ছলে বলেছেন, "যদি প্রয়োজন হয় আমরা মুজিব-উর-রহমানের জন্য আমাদের ফিজিও ধার দেব।"
চোটের কারণে টানা দুই ম্যাচ খেলতে পারেননি মুজিব।
আজ খেলবেন কি না সেটাও নিশ্চিত না।
এই গ্রুপে পাকিস্তান ইতোমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছে।
নামিবিয়া ও স্কটল্যান্ড বাদ পড়েছে সেমিফাইনালের দৌড় থেকে।
আফগানিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পর ভারতের নেট রান রেট এখন ১.৬।
যা আফগানিস্তান ও নিউজিল্যান্ডের চেয়ে বেশি।
তাই এই ম্যাচে নিউজিল্যান্ড হারলে আর ভারত নামিবিয়ার সাথে জিতে গেলেই সেমিফাইনালে চলে যাবে ভারত।
ভারতের সেমিফাইনালে ওঠা একটা সময় প্রায় অসম্ভব মনে হচ্ছিল।
পাকিস্তানের কাছে ১০ উইকেটের হারের পর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হার নিয়ে টুর্নামেন্ট শুরু করে ভারত।
এখন আফগানিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে গেলে সেটা হবে ভারতের জন্য সেমিফাইনালের দরজা খুলে যাওয়ার মতো ব্যাপার।
পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলেছেন, "আফগানিস্তান যদি কোনওভাবে নিউজিল্যান্ডের সাথে জিতে যায় সোশাল মিডিয়ায় ঝড় উঠবে। অনেকেই প্রশ্ন তুলবে। এটা হবে টপ ট্রেন্ডিং নিউজ।"
তিনি বলেছেন, "নিউজিল্যান্ডের জন্য এটা কোয়ার্টার ফাইনাল। পুরো ভারত এখন আফগানিস্তানের সমর্থনে। ভারত যদি ওঠে তবে আমি খুশি হব। কারণ আবারও আমরা একটা ভারত বনাম পাকিস্তানের খেলা দেখার সুযোগ পেতে পারি।"
ভারতের অনেক ক্রিকেট সমর্থক টুইটারে নিজের নামের পাশে আফগানিস্তানের পতাকা যোগ করে দিয়েছেন।