আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারত বনাম আফগানিস্তান ম্যাচ 'পাতানো' বলা বন্ধ করার আহ্বান শোয়েব আখতারের
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচকে ঘিরে টুইটারে #ফিক্সড বা পাতানো খেলার অভিযোগ ট্রেন্ড করার পর এনিয়ে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের শোয়েব আখতার।
"এই ক্রিকেট ম্যাচটিকে পূর্বপরিকল্পিত কিংবা পাতানো বলা বন্ধ করুন। এটা কেবলই বাজে দিকটাই ফুটিয়ে তুলবে। আমি আফগানিস্তান ও ভারত উভয়ের পাশে আছি," পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার নিজের ব্যক্তিগত টুইটার পাতায় এই কথা লিখেছেন।
আফগানিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে ভারত বড় ব্যবধানে জয় পেয়েছে।
শুরুতে ব্যাট করে ভারত ২১০ রান তোলে ২ উইকেট হারিয়ে, জবাবে আফগানিস্তান পুরো ২০ ওভার ব্যাট করে ১৪৪ রান তোলে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটারদের খেলা, মাঠে বেশ কিছু সিদ্ধান্ত, একাদশ সাজানো এবং টস করে আফগানিস্তানের বোলিং নেয়া নিয়ে প্রশ্ন তোলে।
যার মধ্যে পাকিস্তানের গায়িকা মোমেনা মোস্তাসেনাও আছেন।
এটা এখন টুইটারে বেশ ট্রেন্ডিং, আলোচিত একটা ইস্যু।
কিন্তু শোয়েব আখতার নিজের ইউটিউব পেইজে একটি ভিডিও আপলোড দিয়ে বলেছেন, "অনেকেই হতাশ হয়েছেন, হতাশ হতেই পারেন। ভারতের জন্য এখনো সুযোগ আছে। ভারত খুবই ভালো খেলেছে। এই সহজাত ক্রিকেটটাই খেলা দরকার ছিল ভারতের।"
শোয়েব আখতারের মতে, ভারত চাপহীন ক্রিকেট খেলেছে আফগানিস্তানের বিপক্ষে।
তিনি যোগ করেন, "দুই-তিন জায়গায় মনে হতে পারে আফগানিস্তানের ব্যাটিং ভালো করা উচিত ছিল, বোলিং ভালো করা উচিত ছিল।"
মুজিব উর রহমান দলে নেই কেন এটা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
শোয়েব বলেছেন, তিনি তো আগে থেকেই ইনজুরিতে ছিলেন, হয়তো গোটা টুর্নামেন্টেই মাঠে নামা হবে না তার।
অনেকে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ নবী কেন মাত্র একটি ওভার করলেন।
শোয়েব আখতারের মতে, আফগানিস্তানের ওপর এভাবে জোরালো অভিযোগ আনাটা ঠিক না। ওখানে শরীয়া আইন আছে বড় শাস্তির ঘোষনাও দিয়ে দিতে পারে সেখানে।
তিনি বলেছেন, আফগানিস্তান বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছে।আফগানিস্তান তত ভালো খেলেনি এটা ঠিক, কিন্তু ভারত শক্তিশালী দল।
শোয়েব আখতার মনে করেন, আফগানিস্তান ও ভারতের জন্য পুরো টুর্নামেন্টই এখন পড়ে আছে। যেকোনও কিছু হতে পারে।
ভারতের ক্রিকেট ব্যক্তিত্বআকাশ চোপড়াও ম্যাচ কিনে নেয়ার অভিযোগটি নিয়েএকটি টুইট করেছেন, যেখানে তিনি লিখেছেন, "সংকীর্ণ মনগুলোর মুখ যদি বন্ধ থাকতো।"