বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খিলাফত মজলিসসহ ১১ দলের নির্বাচনী ঐক্য’। যদিও এই ঐক্যের অন্যতম শরীক বাংলাদেশ ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না।
- ইসলামী আন্দোলন শুক্রবার আলাদা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
- অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
- প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা-কোয়াবের বিজ্ঞপ্তি
- ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি।
- ক্রিকেটারদের আন্দোলনের মুখে বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
- গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পৌঁছেছে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল। এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে সেখানে সেনা পাঠাচ্ছে বলেও জানা গেছে।
- প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে যে ভুলভ্রান্তি বা অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
- দশ টাকার চাল, ঘরে ঘরে চাকরির কথা বলে বিগত দিনে প্রতারণা হয়েছে, এখনও একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
- বাংলাদেশে জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে সংগঠিত ফৌজদারি কার্যাবলি থেকে অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।