আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই জোটের আসন বণ্টনের ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাজমুল ইসলামকে। বিসিবি'র পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে 'অনড়' অবস্থানে ছিলেন ক্রিকেটাররা। এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খিলাফত মজলিসসহ ১১ দলের নির্বাচনী ঐক্য’। যদিও এই ঐক্যের অন্যতম শরীক বাংলাদেশ ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না।
    • ইসলামী আন্দোলন শুক্রবার আলাদা সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
    • অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
    • প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা-কোয়াবের বিজ্ঞপ্তি
    • ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি।
    • ক্রিকেটারদের আন্দোলনের মুখে বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
    • গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পৌঁছেছে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল। এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে সেখানে সেনা পাঠাচ্ছে বলেও জানা গেছে।
    • প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে যে ভুলভ্রান্তি বা অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
    • দশ টাকার চাল, ঘরে ঘরে চাকরির কথা বলে বিগত দিনে প্রতারণা হয়েছে, এখনও একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
    • বাংলাদেশে জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে সংগঠিত ফৌজদারি কার্যাবলি থেকে অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  2. প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলায় ফিরবেন ক্রিকেটাররা-কোয়াবের বিজ্ঞপ্তি

    বিসিবি পরিচালক নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে শুক্রবারই ক্রিকেটাররা খেলায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াব।

    বৃহস্পতিবার রাতে ক্রিকেটারদের সংগঠনটির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ‘পদত্যাগ না করা পর্যন্ত খেলায় না ফেরার” আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে সংগঠনটি।

    কোয়াব বলছে, “পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।”

  3. সপরিবারে মুহাম্মদ ইউনূস-তারেক রহমান সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    মি, রহমান দেশে ফেরার পর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হলেও এটি অনেকটা পারিবারিক সাক্ষাতে রূপ নেয়। তাদের দু'জনের পরিবারের সদস্যদেরই এ সময়ে উপস্থিত থাকতে দেখা গেছে।

    বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। সেখানে প্রধান উপদেষ্টা ও তাঁর কন্যা দিনা ইউনূসের সঙ্গে তাঁরা এক ঘণ্টার বেশি সময় কাটান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়েছে।

    পারিবারিক আবহে বৈঠকটি অনুষ্ঠিত হলেও সেখানে বাংলাদেশের বর্তমান রাজনীতির কেন্দ্রে থাকা দুই ব্যক্তির মধ্যে কোনো রাজনৈতিক বিষয় আলোচিত হয়েছে কি না, তা নিয়ে সরকার বা বিএনপি'র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

  4. ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতেই জোটের আসন বণ্টনের ঘোষণা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খিলাফতে মজলিসসহ ১১ দলের সমন্বয়ে গঠিত ’১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

    যদিও এই ঐক্যের অন্যতম শরীক বাংলাদেশ ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না।

    এছাড়া বাংলাদেশ খিলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা জোটে থাকলেও তাদের আসন এখনো নির্ধারণ করা যায় নি বলেও জানানো হয়েছে।

    রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বা আইডিইবি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের আসন বণ্টনের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

    তিনি জানান, জামায়াত ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, আমার বাংলাদেশ পাটি ৩, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ এবং বাংলাদেশ নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।

    এই ঘোষণা অনুযায়ী, ১১ দলীয় ঐক্যে থাকা দলগুলোর মধ্যে মোট ২৫৩ আসনে সমঝোতা হয়েছে। বাকি আসনগুলোর বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন মি. তাহের ।

    ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে কেন অনুপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, “তারা নিজেদের মধ্যে আরও আলোচনা করছেন, আমরা আশা করছি তারা আমাদের সঙ্গে থাকবেন। জোট ভাঙে নাই, জোট আছে।”

    চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে নিজেদের মদ্যে কয়েক দফা বৈঠক করেছে দলগুলো। বৃহস্পতিবার বিকেলেও এক দফা বৈঠক করেন দলগুলোর নেতারা।

    এছাড়া আসন বণ্টনের বিষয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা করতে কয়েক দফা আলোচনার পরও কোনো সিদ্ধান্ত আসেনি।

    এদিকে, ১১ দলীয় ঐক্যে থাকা না থাকা সহ নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।

  5. গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠালো ফ্রান্স

    গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে পৌঁছেছে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল। এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে সেখানে সৈন্য পাঠাচ্ছে বলেও জানা গেছে।

    যার মধ্যে জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের সেনারাও থাকবেন।

    ডেনমার্কের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল- আর্কটিক দ্বীপের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের পরই সৈন্য মোতায়েন করা হলো।

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, প্রাথমিক সেনাদলকে শিগগিরই "স্থল, আকাশ এবং সমুদ্র শক্তি" দিয়ে শক্তিশালী করা হবে।

    জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ার পোভরে ডি'আর্ভর এই অভিযানকে একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত হিসেবে দেখেছেন। তার মতে, "এটি প্রথম মহড়া, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখাবো যে ন্যাটো উপস্থিত।"

    বুধবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের জন্য ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের ওয়াশিংটনে যাওয়ার পরই সামরিক স্থানান্তরের এই ঘটনা ঘটলো।

  6. প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপরিবারে যমুনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

    লন্ডন থেকে দেশে ফেরার পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

    এর আগে, বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানের যাওয়ার বিষয়ে জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    জানান, সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বলেও জানান তিনি।

    এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল।

  7. কার্ডের নামে ভোটারদেরকে প্রতারিত করা হচ্ছে দাবি জামায়াতের

    দশ টাকার চাল, ঘরে ঘরে চাকরির কথা বলে বিগত দিনে প্রতারণা হয়েছে, এখনও একই স্টাইলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড নানা কার্ডের বাহানা দিয়ে ড্যামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

    মি. আযাদ বলেন, প্রশাসনের কিছু অফিসার বিতর্কিত হয়েছেন কিন্তু যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা।

    “নির্বাচন নিয়ে সরকার সুন্দর সুন্দর কথা বলছে কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না” বলেও মন্তব্য করেন তিনি।

    ভোট ঘিরে যেসব অনিয়ম হচ্ছে তা বন্ধ করতে সরকার ও নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে জামায়াত।

    এছাড়া পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি সঠিক নয় বলেও দাবি করেন মি. আযাদ।

  8. পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

    প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে যে ভুলভ্রান্তি বা অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনের কাছে তার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

    বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    তিনি বলেন, নির্বাচন সামনে রেখে যেসব বিষয়ে বিএনপির উদ্বেগ রয়েছে, সেগুলো নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

    বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়েও কমিশনকে জানানো হয়েছে বলে উল্লেখ করেন মি. আহমদ।

    তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বা বিবৃতি দিচ্ছে এবং সেটার ভিডিও পাওয়া যায় তাতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিন্তু এ ব্যাপারেও আমি দেখছি নির্বাচন কমিশন নির্বিকার।”

  9. বোর্ড পরিচালকের মন্তব্য দায়িত্বহীন- ক্রীড়া উপদেষ্টা

    ক্রিকেট বোর্ডের পরিচালকের মন্তব্য দায়িত্বহীন। তার বক্তব্য দেশের সব ক্রিকেটারের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ একটা জাতি এই বার্তা দেওয়া দরকার। এরকম একটি সময়ে দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথা বলা, এটা কিভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না।”

    এছাড়া বিশ্বকাপ ইস্যুতে কথা বলতে আইসিসির একটি টিম বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে চায়।

  10. জুলাই-অগাস্টের ফৌজদারি কার্যাবলি থেকে গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি

    বাংলাদেশে জুলাই-অগাস্ট গণ-অভ্যুত্থানে সংগঠিত ফৌজদারি কার্যাবলি থেকে অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি।

    আইন উপদেষ্টা বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত যে কার্যাবলি ছিল, সে সমস্ত কার্যাবলির ফৌজদারি দায় দায়িত্ব থেকে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে।”

    জুলাই-অগাস্টে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলির জন্য তাদের বিরুদ্ধে কোনও নতুন মামলা করা যাবে না, ইতোমধ্যে যদি কোনও মামলা থাকে সেগুলোও প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।

    মি. নজরুল বলেন, জুলাই এবং অগাস্ট মাসে কেউ যদি রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি স্বার্থে কোনও হত্যাকাণ্ড ঘটায়, তার ফৌজদারি দায় দায়িত্ব থেকে সে রেহাই পাবে না।

    এছাড়া হত্যার শিকার পরিবারের সদস্য মনে করে এর সঙ্গে জুলাই অভ্যুত্থানের কোনো সম্পর্ক নেই তাহলে মানবাধিকার কমিশন গেলে, কমিশন সেটি তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানানাে হয়।

    মি. নজরুল বলেন, “মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায়মুক্তি দেওয়া হয়েছিল ২৯শে ফেব্রুয়ারি ১৯৭২ পর্যন্ত। আমরা এতদূর বিস্তৃত করি নাই।”

    পৃথিবীর বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থান বা বিপ্লব হওয়ার পর এরকম দায়মুক্তি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

  11. খেলা বন্ধ, স্টেডিয়ামে ভাঙচুর, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

    ঢাকার মিরপুরে স্টেডিয়ামের বাইরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ- বিপিএলের আজকের নির্ধারিত ম্যাচ মাঠে গড়ায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কিছু মানুষ স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে স্টেডিয়ামের সামনে বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

    বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

    খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

  12. নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিল বিসিবি

    সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং বোর্ডের স্বার্থ বিবেচনায় বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি।

    বিসিবি জানিয়েছে, বোর্ডের সংবিধানের ৩১ অনুচ্ছেদে সভাপতিকে দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বোর্ডের কার্যক্রম স্বাভাবিক ও কার্যকরভাবে চালাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি নিজেই।

    চলমান চ্যালেঞ্জের মধ্যেও দেশের ক্রিকেটের উন্নয়নে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সর্বোচ্চ মান বজায় রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে বিসিবির ওই বিজ্ঞপ্তিতে।

    একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বা বিপিএল টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখতেও ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।

  13. অব্যাহতি দেওয়া হচ্ছে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ডের অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলামকে।

    এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেটারদের দাবির মুখে এমন সিদ্ধান্ত আসছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ এক সূত্র।

    এর আগে ক্রিকেটারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা কোয়াবের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, বিসিবি সমস্যার সমাধান না করে সময়ক্ষেপণ করছে।

    নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা 'অনড়' বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

    বাংলাদেশের ক্রিকেটাররা 'আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে' পারেনি এবং তাদের পেছনে 'খরচ' করা হচ্ছে- সম্প্রতি বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এমন মন্তব্য সমালোচনা তৈরি করে।

  14. ইসলামী আন্দোলনকে ছাড়া ১০ দলের বৈঠক, ঐক্য ধরে রাখার 'আশা'

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আজ রাতেই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে ১১ দলীয় জোট। রাত ৮টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

    আজ দুপুরে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে জোটের ১০টি দলের বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিল না ইসলামী আন্দোলনে কেউ।

    বৈঠক শেষে সাংবাদিকদের মামুনুল হক বলেন, “ইসলামী আন্দোলনকে নিয়ে যেভাবে একসঙ্গে শুরু করেছিলাম, সেভাবেই একসঙ্গে থাকবো বলে প্রত‍্যাশা। রাত ৮টায় আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে”।

    ইসলামী আন্দোলনের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মামুনুল হক বলেন, “আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারবো”।

  15. বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে না খেলার সিদ্ধান্তে 'অনড়' ক্রিকেটাররা

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড - বিসিবি'র পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনো 'অনড়' ক্রিকেটাররা। দাবি মানা না হলে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ - বিপিএল বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

    ক্রিকেটারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ - কোয়াবের ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, বিসিবি সমস্যার সমাধান না করে সময়ক্ষেপণ করছে।

    কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ওই পরিচালকের মন্তব্যে শুধু ক্রিকেটার নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেই অসম্মান করা হয়েছে।

    ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ বলেন, "তার বক্তব্য ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করা উচিত নয়।"

    আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটাররা "আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে" পারেনি এবং তাদের পেছনে "খরচ করা হচ্ছে", বুধবার বিকেলে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের পক্ষ থেকে তার পদত্যাগের দাবিতে বিপিএল বর্জনের ঘোষণা আসে।

    বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ইস্যুতেও কথা বলেন কোয়াব সভাপতি।

    "ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে এ বিষয়ে কথা বলেছি আমরা। তারা সহায়তার আশ্বাস দিয়েছিল। তবে, পরিস্থিতি ক্রিটিক্যাল হয়ে যাওয়ায় মোস্তাফিজ আর ইস্যুটা বাড়াতে চায়নি," যোগ করেন মি. মিঠুন।

  16. জাতীয় নির্বাচনের দিনই ভোট হবে পাবনা ১ ও ২ আসনে, আপিল বিভাগের সিদ্ধান্ত

    আগামী ১২ই ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে সিদ্ধান্ত জানিয়েছে আপিল বিভাগ।

    সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী এই নির্বাচন হবে বলেও জানানো হয়েছে।

    এর ফলে সাঁথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন গণ্য হবে।

    পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।

    এর আগে গত ৫ই জানুয়ারি পাবনার-১ ও ২ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে ২৪শে ডিসেম্বর ইসির জারি করা গেজেট স্থগিত করেছিল আপিল বিভাগ।

  17. প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন তারেক রহমান

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয়বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলেও খবরটিতে জানানো হয়।

    গত বছরের ১৩ই জুন লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন।

    যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়।

    বিএনপির চেয়ারম্যান হিসেবে আজই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।

    নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে হবে গণভোট।

    জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি- বিশেষ করে আগামী সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে