করোনা ভাইরাস: বাংলাদেশে কোভিড-১৯ শনাক্ত সাড়ে সাত লাখ ছাড়ালো

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩,০৩১ জন শনাক্ত হওয়ার পর দেশে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখ ছাড়িয়ে গেছে।

এ পর্যন্ত বাংলাদেশে মোট রোগী শনাক্ত হয়েছেন সাত লাখ ৫১ হাজার ৬৫৯ জন।

গত কয়েকদিনের তুলনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮ জন। এ নিয়ে এ নিয়ে দেশটিতে ১১,২২৮ জনের মৃত্যু হলো।

এর আগের দিন বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছিল। আর করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন ৩,৩০৬ জন।

গত একদিনে ২৪,২৩৭ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫ জন পুরুষ আর ৩৩ জন নারী।

আরও পড়ুন:

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত কয়েকদিনের মৃত্যুর পরিসংখ্যান:

•সোমবার ৯৭ জন

•রবিবার ১০১ জন

•শনিবার ৮৩ জন

•শুক্রবার ৮৮ জন

•বৃহস্পতিবার ৯৮ জন

•বুধবার ৯৫ জন

•মঙ্গলবার ৯১ জন

•সোমবার ১১২ জন

•রোববার ১০১ জন

•শনিবার ১০২ জন

•শুক্রবার ১০১ জন

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫,২৩৪ জন আর বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ১২.৫১শতাংশ।

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে স্বচ্ছ পর্যায়ে পৌঁছায়।

এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।