আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
করোনা ভাইরাস: গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো ৮৮ জনের মৃত্যু, শনাক্ত ৩৬২৯
বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা এখন ১০ হাজার ৮৬৯।
নতুন করে যারা মারা গেলেন তাদের মধ্যে ৬২ জন পুরুষ আর ২৬ জন নারী।
এর মধ্যে একজন হাসপাতালে আনার পথে, আর বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অন্যদিকে এ সময়ে অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩,৬২৯ জন।
দেশে শনাক্ত বিবেচনায় প্রতি একশ নমুনায় শনাক্তের হার গত চব্বিশ ঘণ্টায় ১৪ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৭।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫,২২৫ জন এবং এ সময়ে মোট ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৩৪৯টি পরীক্ষাগারে।
বিবিসি বাংলায় আরও পড়ুন:
বাংলাদেশে গত কিছুদিন ধরেই মৃত্যুর সংখ্যা একশ'র বেশি বা এর কাছাকাছি হয়ে আসছিলো।
সবশেষ বৃহস্পতিবারেও ৯৮ জনের মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এর আগে টানা চারদিন পর মৃতের সংখ্যা একশর নিচে নেমে এসেছিলো বিশে এপ্রিল, সেদিন ৯১ জনের মৃত্যুর খবর এসেছিলো।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।
এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশোর ঘরে নেমে এসেছিল।
তবে এবছর মার্চের শুরু থেকেই শনাক্তে ঊর্ধ্বগতি শুরু হয়।
চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, হাসপাতালগুলোর ওপর যে হারে চাপ বাড়ছে, তাতে করোনাভাইরাসের চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।