নরেন্দ্র মোদী: শ্যামনগরে কালীমন্দিরে পূজা দিয়ে গেলেন টুঙ্গিপাড়ায়

ছবির উৎস, Getty Images
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা দেয়ার পর এখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন।
সকাল দশটার একটু আগে তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে সাতক্ষীরায় যান।
মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর তাকে উলুধ্বনি ও শঙ্খধ্বনি এবং ঢাক বাজিয়ে স্বাগত জানানো হয়।
মন্দিরে প্রার্থনার পর তিনি সেবকদের সাথে কথা বলেন।
এরপর হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।
টুঙ্গিপাড়া থেকে মিস্টার মোদীর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের ঠাকুরবাড়িতে যাওয়ার কর্মসূচি রয়েছে।
দুপুরে ঢাকায় ফেরার পর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
আজ সন্ধ্যায় মিস্টার মোদী দিল্লির উদ্দেশ্যে ঢাকার ছাড়ার কথা রয়েছে।
ওদিকে মিস্টার মোদীর সফরকে কেন্দ্র করে গতকাল ঢাকা, হাটহাজারী ও ব্রাক্ষ্মনবাড়িয়ায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।
এসব ঘটনায় মোট পাঁচজন মারা গেছে বলে জানা গেছে।








