নরেন্দ্র মোদী সফর: বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক সংঘর্ষ

বিক্ষোভের সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে, বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে।

ছবির উৎস, MUNIR UZ ZAMAN

ছবির ক্যাপশান, বিক্ষোভের সময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে, বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে।

বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা।

জানা গেছে জুমার নামাজের পর হঠাৎ করে একদল লোক মোদী-বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মূহুর্মূহু কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে, অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে।

শুক্রবার বায়তুল মোকাররমের সামনে সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ করছে একজন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, শুক্রবার বায়তুল মোকাররমের সামনে সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ করছে একজন

এতে সাংবাদিকসহ বেশ কয়েকজনের আহত হবার খবর পাওয়া গেছে।

পুরো এলাকায় পুলিশ সাঁজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নেয়।

জানা গেছে জুমার নামাজের পর একদল ব্যক্তি শ্লোগান দিতে শুরু করলে মসজিদের উত্তর দিক থেকে অপর একদল ব্যক্তি তাদের ওপর হামলা করে।

এ সময় সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি হয় এবং এক পর্যায়ে মোদী-বিরোধীরা মসজিদের ভেতরে ঢুকে পড়ে।

ঢাকায় মোদীর সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় শুক্রবারের সংঘর্ষ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ঢাকায় মোদীর সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় শুক্রবারের সংঘর্ষ

তবে কিছুক্ষণ পর তারা আবার সংগঠিত হয়ে পাল্টা হামলার চেষ্টা করলে তখন আবার কিছুক্ষণ এ সংঘর্ষ চলে।

এর মধ্যে পুলিশ এসে মোদী-বিরোধীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোঁড়ে।

পাশাপাশি পুলিশ ও র‍্যাব চারদিক থেকে মসজিদ এলাকা ঘিরে ফেলে।

বেলা প্রায় তিনটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কার্যত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দফায় সংঘর্ষে বায়তুল মোকাররম সংলগ্ন পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দফায় সংঘর্ষে বায়তুল মোকাররম সংলগ্ন পুরো এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারলেও বিকেল চারটার দিকেও মসজিদের ভেতরে এক দল ব্যক্তিকে দেখা গেছে আহত কয়েকজনকে শুশ্রুষা করতে।

গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছিলেন কিছু ইসলামপন্থী ও বাম ধারার কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার দুপুরেও ঢাকার মতিঝিল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরো পড়তে পারেন: