নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংস বিক্ষোভ, ৫ জনের মৃত্যু

ছবির উৎস, Getty Images
- Author, আকবর হোসেন
- Role, বিবিসি বাংলা, ঢাকা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ হয়েছে, এবং অন্তত ৫ জন নিহত হয়েছে বলে পুলিশ আর স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে।
চট্টগ্রামে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে অন্তত চার জন ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নেবার পর তারা মারা গেছেন বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন নিহত হবার কথা জানা গেছে।
এর প্রতিবাদে হেফাজতে ইসলাম শনিবার বিক্ষোভ এবং রোববার হরতালের ডাক দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১ জন
নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরে আজ একদল মাদ্রাসার ছাত্র বিক্ষোভ মিছিল বের করে। পরে তাদের সাথে আরেকটি মাদ্রাসার ছাত্ররা যোগ দেয়।
এসময় হাটহাজারীতে সহিংসতায় মৃত্যুর খবর পৌঁছলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়।

ছবির উৎস, Selim Parvez
স্থানীয় পত্রিকা একুশে আলো-র সম্পাদক সেলিম পারভেজ বিবিসি বাংলাকে বলেন, বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে অগ্নিসংযোগ করে এবং শহরে বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। তারা বেশ কিছু গাড়িতেও অগ্নি সংযোগ করে।
এ সময় বিক্ষোভকারীদের দমাতে পুলিশ গুলি করে বলে জানান মি. পারভেজ।
তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে একজন মাদ্রাসা ছাত্র নিহত হয়।
তবে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের তরফ থেকে কোন ব্ক্তব্য পাওয়া যায়নি।

ছবির উৎস, Getty Images
চট্টগ্রামে অন্তত ৪ জন নিহত
এর আগে মি. মোদীর সফরের প্রতিবাদে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম এলাকায় শুক্রবারের নামাজের পর বিক্ষোভ হয়। ওই এলাকায় কয়েক ঘন্টা ধরে পুলিশ-বিক্ষোভকারী ব্যাপক সংঘর্ষ চলে - যাতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঢাকার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহত হয়।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

ছবির উৎস, Getty Images
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানান, আহতদের মধ্যে অন্তত চারজন পরে হাসপাতালে মারা গেছেন।
হেফাজতে ইসলামের একজন নেতা মুজিবর রহমান হামিদীও তাদের কয়েকজন বিক্ষোভকারী নিহত হবার কথা নিশ্চিত করেন।
তিনি দাবি করেন যে পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে - তবে একথা পুলিশ বা স্বাধীন কোন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।
বিবিসি বাংলায় আরো খবর:

ছবির উৎস, Getty Images
পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে ঢাকার সংবাদপত্রগুলো জানিয়েছে, বিক্ষোভের সময় কিছু লোক হাটহাজারী থানায় ইটপাটকেল ছোঁড়ে।
পুলিশ এ সময় ফাঁকা গুলি ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বেশ কিছু লোক আহত হয়।
এর আগে গত কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছিল কিছু ইসলামপন্থী ও বাম ধারার কয়েকটি সংগঠন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শুক্রবার ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।








