রোহিঙ্গা শিবিরে আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবির উৎস, ওবায়দুল হক চৌধুরি
বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উখিয়ার ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, উখিয়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তিনি বলেন, এছাড়া সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কাজ করছে সেখানে।

ছবির উৎস, ওবায়দুল হক চৌধুরি
পার্শ্ববতী কুতুপালং শরনার্থী একজন বাসিন্দা ছাত্তার ইসলাম বিবিসিকে জানিয়েছেন, বেলা ৪টার দিকে সেখানে প্রথম আগুন দেখা যায়।
তিনি বলছেন বালুখালির ৮,৯,১০ নম্বর ক্যাম্পে আগুন ধরেছে, এখন সেখান থেকে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।
মি. ইসলাম বলেন, তিনি ক্যাম্প এলাকার বাইরে এখন অবস্থান করছেন।
তিনি বলছেন এই ক্যাম্পগুলোতে দুইশোর মত ঘর রয়েছে।
বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে আছেন।








