ট্রেন্ডিং খেলা: আইসিসির দশক সেরা টিম নিয়ে ক্ষেপেছেন শোয়েব আখতার, তামিমের লড়াই বাঘের সাথে ও অন্যান্য

ছবির উৎস, Getty Images
সপ্তাহজুড়ে আলোচনায় ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে দশকের সেরা নানা ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়। তবে কোন ক্রিকেট দলের কোন একাদশেই জায়গা পাননি পাকিস্তানের কোন ক্রিকেটার।
এনিয়ে টুইটারে সমালোচনা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
তিনি বলেন, "টাইপো" হয়েছে, তারা আইপিএলের দশক সেরা দল লিখতে ভুলে গেছে।এবারের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নারী ও পুরুষ ক্যাটাগরিতে গত দশকের সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ঘোষণা করেছে।

ছবির উৎস, Twitter/Shoaib100mph
বাংলাদেশের সাকিব আল হাসান জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। আফগানিস্তানের রশিদ খান জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
কিন্তু কোন পাকিস্তানি ক্রিকেটারের নাম না থাকায় সমালোচনা হয়েছে পাকিস্তানের ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে।
শোয়েব আখতার ক্রিকেট খেলা ছাড়ার পর নিয়মিত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
হালের ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে শোয়েব আখতার ইউটিউব ও টুইটারেও বেশ সরগরম নিজের নানা বিশ্লেষণ ও মতামত নিয়ে।
বাঘের সাথে তামিমের লড়াই
বছরের শেষ সপ্তাহে ফেসবুকে নির্মল বিনোদন দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। একটি ভিডিও তিনি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে বাঘের সাথে 'দড়ি টানাটানি' খেলছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেট দলকে জনপ্রিয়ভাবে 'টাইগার' বলা হয়ে থাকে, তবে এই খেলায় জিতেছে আসল 'টাইগার'।
তামিম ইকবালরা দুজন মিলেও ধরে রাখতে পারেননি।

ছবির উৎস, FACEBOOK/TamimIqbal
এরপর আবার তামিম ইকবালের ছেলে আইসক্রিম খেতে গিয়ে পড়েছেন মহাবিপদে।
আইসক্রিমওয়ালা আইসক্রিম বানিয়েছেন বটে কিন্তু তাকে দিতে সে কি ধানাইপানাই।
এই ভিডিওটিও তামিম ইকবালের ফেসবুকে শেয়ার দেয়া হয়েছে।
ছুটির আমেজে বাংলাদেশের ক্রিকেটাররা
বাংলাদেশের ঘরোয়া ওয়ানডে ও টি টোয়েন্টি টুর্নামেন্টের পর এখন ক্রিকেটাররা মোটামোটি ছুটির আমেজে আছেন।
ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বি গিয়েছেন মিশরে ঘুরতে, সাথে স্ত্রী তাসনিয়া আনোয়ার।
ওদিকে ময়মনসিংহের একটি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।
ময়মনসিংহ প্রিমিয়ার লিগে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতরা খেলতে যান।

ছবির উৎস, FACEBOOK/SabbirRahman
রোনালদোর শেষ সপ্তাহ কাটলো আনন্দে
ক্রিস্টিয়ানো রোনালদো বছরের শেষ ম্যাচটি হেরে গেলেও বছরের শেষ সপ্তাহ কাটিয়েছেন আনন্দে। খুব একটা তাৎপর্যপূর্ণ না হলেও দুবাইয়ে একটি অনুষ্ঠানে ভক্তদের ভোটে শতাব্দীর সেরা ফুটবলারের পুরষ্কার হাতে নিয়েছেন তিনি।
এই অনুষ্ঠানে রোনালদো পরিবারসহ উপস্থিত হন এবং সোশাল মিডিয়াতে নিজের আনন্দের কথা প্রকাশ করেন।
২০২০ সালে ক্যালেন্ডার অনুযায়ী বছরে সর্বোচ্চ গোল করেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ছবির উৎস, Twitter/Crisitiano
ভারতের ক্রিকেটে ঠিক এক সপ্তাহ পরেই আনন্দের হাওয়া
সপ্তাহজুড়েই আলোচনায় ছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে সিরিজে ফিরেছে ভারত। নেতৃত্ব দিয়েছেন রাহানে, ম্যাচসেরাও হয়েছেন তিনি।
আজিঙ্কা রাহানেও ভক্তদের ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেন।

ছবির উৎস, Twitter/ajinkyarahane88
এর আগের টেস্ট ম্যাচে ৩৬ রানে অলআউট হওয়ার পর থেকে একটা নেতিবাচক অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফেরে ভারতের ক্রিকেট দল।
ভারতের ক্রিকেটে আনন্দের সংবাদ যেন শেষ হওয়ার নয়, দলের সাথে যোগ দিয়েছেন এবারে রোহিত শর্মা।
সিডনি টেস্টে খেলতে যাচ্ছেন এই ব্যাটসম্যান। ভারতের ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার চোটের কারণে দলের বাইরে ছিলেন।
রাভিন্দ্রা জাদেজা ভারতের ক্রিকেটে এক রেকর্ড গড়েছেন। এরপর আনন্দের কথা সবার সাথে জানিয়েছেন টুইটারে। মাহেন্দ্রা সিং ধোনি ও ভিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন জাদেজা।








