ট্রেন্ডিং খেলা: সাকিব 'বিচ মুডে', সাচিন উড়ছেন, বলিউডি সাজে ডেভিড ওয়ার্নার

খুলনার সতীর্থ ও কোচ নিয়ে দেখা গেছে হোটেলের সুইমিংপুলের পাশে শুয়ে আরাম করছেন সাকিব আল হাসান

ছবির উৎস, facebook/SHAKIBALHASAN

ছবির ক্যাপশান, খুলনার সতীর্থ ও কোচ নিয়ে দেখা গেছে হোটেলের সুইমিংপুলের পাশে শুয়ে আরাম করছেন সাকিব আল হাসান
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

মাঠের বাইরেও খেলোয়াড়রা এখন সোশাল মিডিয়ায় থাকেন সক্রিয়। সপ্তাহজুড়ে খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিত্বদের যেসব পোস্ট ট্রেন্ড করেছে- সেগুলো দেখে নেয়া যাক এক নজরে।

ব্যাটে রান নেই সাকিব আল হাসানের, তবে মনে আনন্দ নিয়ে চলতি সপ্তাহে ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়াতে। খুলনার সতীর্থ ও কোচ নিয়ে দেখা গেছে হোটেলের সুইমিংপুলের পাশে শুয়ে আরাম করছেন।

সাথে ছিলেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মুখে ত্বক ভালো রাখার জন্য এবং রোদ থেকে বাঁচতে মুখে 'ফেস মাস্ক' মেখে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খানিকটা মজা করেন।

একই জায়গায় তাসকিন আহমেদও একটি ভিডিও পোস্ট করেছিলেন।

খুলনা জেমকনের হয়ে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ খেলছেন সাকিব।

টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি ঘরোয়া টুর্নামেন্ট, দীর্ঘদিন কোনো এক্টিভিটি না থাকায় ক্রিকেটারদের ব্যস্ত রাখার এবং খেলার মধ্যে রাখার একটি প্রয়াস বিসিবির।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এটাই সাকিবের প্রথম পেশাদার ক্রিকেটে মাঠে নামা। ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি তবে বল হাতে সাকিব কম ইকোনমি রেটে বল করেছেন আজকের (বৃহস্পতিবার) ম্যাচ পর্যন্ত, তবে আজকের ম্যাচে সাকিবের এক ওভারে চারটি ছক্কা মেরেছেন মোহাম্মদ নাইম।

'অন্যের মাছ নিয়ে ছবি তোলা, কুইনির স্বভাব' স্টেইনের খুনসুটি

দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ডের সিরিজটি বাতিল হয়ে গেছে, অবসরে মাছ ধরে ছবি পোস্ট করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। কিন্তু তাকে স্বস্তিতে থাকতে দেবেন না বলে হয়তো পণ করেছেন সাবেক সতীর্থ পেস বোলার ডেইল স্টেইন।

কুইন্টন ডি ককের ছবি রি-টুইট করে ডেল স্টেইন লিখেছেন, 'অন্যের মাছ নিয়ে ছবি তোলা, কুইনের পুরোনো স্বভাব।"

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল জানুয়ারির শুরুর দিকে পাকিস্তানে একটি সফর করবে বলে কাল নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

কুইন্টন ডি ককের ছবি রি-টুইট করে লিখেছেন, 'অন্যের মাছ নিয়ে ছবি তোলা, কুইনের পুরোনো স্বভাব।"

ছবির উৎস, BBC Sport

ছবির ক্যাপশান, কুইন্টন ডি ককের ছবি রি-টুইট করে লিখেছেন, 'অন্যের মাছ নিয়ে ছবি তোলা, কুইনের পুরোনো স্বভাব।"

ডেভিড ওয়ার্নারের বলিউডি লুক

বলিউডের একটি সিনেমা আশোকায় শাহরুখ খানের অবয়বে নিজের ভিডিও পোস্ট করেছেন ডেভিড ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার অনেক দিন ধরেই টিকটকে বেশ বিখ্যাত।

নিজের স্ত্রী-সন্তান নিয়ে টিকটকে ভিডিও করেন ডেভিড ওয়ার্নার।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টেস্ট সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না ওয়ার্নার। কুচকির চোটের কারণে বাদ পড়েছেন তিনি।

বলিউডের একটি সিনেমা আশোকায় শাহরুখ খানের অবয়বে নিজের ভিডিও পোস্ট করেছেন ডেভিড ওয়ার্নার।

ছবির উৎস, Instagram/davidwarner31

ছবির ক্যাপশান, বলিউডের একটি সিনেমা আশোকায় শাহরুখ খানের অবয়বে নিজের ভিডিও পোস্ট করেছেন ডেভিড ওয়ার্নার।

সাচিন উড়ছেন আকাশে

ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সাচিন টেন্ডুলকার।

যেখানে তিনি প্যারাসেইলিং করছেন দেখা যাচ্ছে।

ভারতের উঠতি সঙ্গীত তারকা রিটভিজের একটি গান 'উড গ্যায়ে' দিয়ে শচীন ভিডিও পোস্ট করেন।

যেখানে হিন্দিতে শচীন লেখেন, 'হাম তো উড় গ্যায়ে', বাংলায়, 'আমি উড়ে যাচ্ছি।'

অবসরে 'উড়ছেন' শচীন

ছবির উৎস, Instagram/sachintendulkar

ছবির ক্যাপশান, অবসরে 'উড়ছেন' শচীন

টটেন্যামের ফুটবলারদের ক্রিকেট খেলা নিয়ে ইংলিশ পেসারদের কাটাছেড়া

জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড টটেন্যাম হট্সপারের ফুটবলারদের ক্রিকেট খেলার একটি ভিডিও নিয়ে মজা করেছেন।

এই ভিডিওটি পোস্ট করেছে ইংল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল ইন্সটাগ্রাম পাতা।

ভিডিওতে দেখা যাচ্ছে জিমি ও ব্রড ধারাভাষ্য দিচ্ছেন, অন্যদিকে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ও ইংল্যান্ডের গোলকিপার জো হার্ট ক্রিকেট খেলছেন ড্রেসিং রুমে।

খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি খবর ঘোরাফেরা করছে, মারা গেছেন ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার পাওলো রসি।

৬৪ বছর বয়সে মারা যান তিনি।

'স্বপ্ন বাস্তব হলো,' এমন একটি ক্যাপশন দেন এই উইঙব্যাক।

ছবির উৎস, Twitter/TrentAA

ছবির ক্যাপশান, 'স্বপ্ন বাস্তব হলো,' এমন একটি ক্যাপশন দেন এই উইঙব্যাক।

১৯৮২ বিশ্বকাপে ইতালির জয়ে বড় ভূমিকা পালন করেছেন।

ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ডের স্বপ্নপূরণের একটি পোস্টও আজ সারা ফেলেছে টুইটারে।

যেখানে তিনি লিভারপুলের জার্সি গায়ে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন, গতকাল রাতে তিনি লিভারপুলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে।

'স্বপ্ন বাস্তব হলো,' এমন একটি ক্যাপশন দেন এই উইঙব্যাক।

আরো পড়ুন: