আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ট্রেন্ডিং খেলা: মেসিতে সয়লাব টুইটার ফিড, আর ভারতকে জেতাতে রাহানেকে দেয়া গোপন বার্তা
- Author, রায়হান মাসুদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
ওয়াসিম জাফর ছিলেন ভারতের টেস্ট ওপেনিং ব্যাটসম্যান - টুইটারে তিনি এমন একটি বার্তা পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে ১৬টি শব্দ ওপর-নিচ করে লেখা।
একে তিনি বলছেন একটি গোপন বার্তা, আর বলেছেন যে কেউ চাইলে এর অর্থ উদ্ধার করতে পারে।
তবে ভারতের সাবেক এই ক্রিকেটারের বার্তা ছিল ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের উদ্দেশ্যে।
হয়তো খুব জটিল কোন ধাঁধা নয় এটি - প্রতিটি শব্দের প্রথম বর্ণটি নিয়ে যে বাক্যটি পাওয়া গেল, তাহলো 'পিক গিল অ্যান্ড রাহুল।'
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল বাছাই করা নিয়েই যে এই টুইট, তা বুঝতে হয়তো সমস্যা হওয়ার কথা নয়।
অজিদের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের আগে থেকেই কথা হচ্ছিল একাদশ সাজানো নিয়ে।
অ্যাডেলেডে পিঙ্কবল টেস্টে ভারত ধরাশয়ী হয়েছে - দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা, আর আট উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার সাথে।
পরে গতকাল আরেকটি পোস্টে ওয়াসিম জাফর নিশ্চিত করেন যে তিনি শুভমান গিল এবং লোকেশ রাহুলের কথাই বলেছেন, যাদের দলে নিলে ভারতের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমবে।
দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২৬শে ডিসেম্বর, মেলবোর্নে।
তবে এই টেস্টে থাকছেন না নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি - স্ত্রী আনুশকা শর্মা তাদের প্রথম সন্তানের জন্ম দেবেন, তাই তিনি ফিরে গেছেন ভারতে।
তবে ভারতের ক্রিকেট দল বিপদে পড়লেও সুখে আছেন দলটির সীমিত ওভারের ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইউজভেন্দ্রা চাহাল।
গত ২২শে ডিসেম্বর বিয়ের কাজটি সেরে নিয়েছেন তিনি। টুইটারে দেয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন তার বিয়ের কথা।
ভারতে সতীর্থরা সেখানে অভিনন্দন জানিয়েছেন তাকে।
টুইটার সয়লাব লিওনেল মেসির প্রশংসায়
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ২২শে ডিসেম্বর নিজের ৬৪৪তম গোল করে পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড টপকে গিয়েছেন।
আর এই রেকর্ডের পর লিওনেল মেসিকে নিয়ে তোলপাড় পরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফুটবল সাইটগুলোর সাথে ই খেলার বোদ্ধারাও লিখেছেন মেসিকে নিয়ে।
মেসি বার্সেলোনার হয়ে যে রেকর্ড গড়েছেন, তা ভাঙ্গতে একজন ফুটবলারকে একই ক্লাবে প্রতি মৌসুমে গড়ে ৪৩টি করে গোল দিতে হবে টানা ১৫ বছর ধরে - এমন একটি টুইট করেছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও বর্তমানে ফুটবল বিশ্লেষক গ্যারি লিনেকার।
বার্সেলোনার হয়ে ২০০৫ সালে প্রথম গোলটি করার পর এই ক্লাবে মেসির ঠিক ১৫ বছরই হয়েছে।
মন খারাপ রোনালদোর
তবে আরেক ফুটবল গ্রেট ক্রিশ্চিয়ানো রোনালদোর বছর শেষ হয়েছে এক হারে। ফিওরেন্তিনার সাথে ৩-০ গোলে হেরেছে তার ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
এরপর রোনালদো ফেসবুকে লেখেন, "২০২০ সালের খেলা শেষ হলো বাজে পারফরম্যান্স ও অগ্রহণযোগ্য ফলাফল দিয়ে। বছরটি নানা দিক থেকে আলাদা - ফাঁকা মাঠ, কোভিড সতর্কতা, স্থগিত খেলা, লম্বা বিরতি এবং ব্যস্ত ক্যালেন্ডার।"
তবে রোনালদো বলছেন, "কোন অজুহাত নেই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে যাবো, আরও ভালো ও ধারাবাহিকভাবে খেলার জন্য।"
আবুধাবি টি-টেনে বাংলাদেশ থেকে কারা আছেন?
টি-১০ ক্রিকেটের আয়োজনও ছিল টুইটারে আলোচনায়। বাংলাদেশ থেকে তাসকিন আহমেদকে দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স।
বাংলা টাইগার্স দলে আছেন আফিফ হোসেন এবং মেহেদী হাসান।
অন্যদিকে, পুনে ডেভিলসের দলে আছেন নাসির হোসেন। এর আগে নাসির বাংলাদেশে হয়ে যাওয়া টি-২০ টুর্নামেন্টে ফিটনেসের কারণে খেলতে পারেননি।