ট্রেন্ডিং খেলা: ফেসবুকে আলোচনার শীর্ষে মুশফিক, গৌতম গাম্ভীরের পোস্ট নিয়ে বিতর্ক

    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রীড়াঙ্গন নিয়ে সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয় ছিল খেলার মাঠে মুশফিকুর রহিমের মারমুখী ভঙ্গি এবং জরিমানা। পাশাপাশি ঢাকার একটি হোটেলে ক্রিকেটারদের একটি বারবিকিউ পার্টির পর কোভিড সংক্রমণের একটি ভীতিও তৈরি হয়েছিল।

চলুন দেখে নিই গেল সপ্তাহে দেশে এবং দেশের বাইরে খেলা নিয়ে কোন কোন বিষয়গুলো সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে।

শুক্রবার রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশের ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের একটি উদযাপন অনুষ্ঠান করেন

ছবির উৎস, FACEBOOK/RubelHossain

ছবির ক্যাপশান, শুক্রবার রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশের ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের একটি উদযাপন অনুষ্ঠান করেন

সপ্তাহের শুরুতেই আলোচনায় ছিলেন সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজারা। শুক্রবার রাতে ঢাকার একটি হোটেলে বাংলাদেশের ক্রিকেটাররা বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের একটি উদযাপন অনুষ্ঠান করেন।

যেখানে এই টুর্নামেন্টে খেলা প্রায় সবাই উপস্থিত ছিলেন, সাথে ছিলেন কোচ-ম্যানেজাররাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টে কোভিড সতর্কতার অংশ হিসেবে খেলা শুরুর আগেই একটি বায়োবাবল তৈরি করেছে। এই বায়োবাবলের মধ্যেই ক্রিকেটাররা ছিলেন, তাই ক্রিকেটারদের পার্টি নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি।

তবে পরেরদিন তামিম ইকবালের একটি স্ট্যাটাসের পর দুশ্চিন্তা শুরু হয়। বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের এই অধিনায়ক লেখেন, "গতকাল থেকেই আমার শরীর একটু খারাপ ছিল। আজকে ব্যাটিং করে ড্রেসিং রুমে ফেরার পর শরীর আরও বেশি খারাপ করে। প্রচণ্ড দুর্বল অনুভব করছিলাম।"

সাথে সব ধরনের পরীক্ষা হওয়ার কথাও যোগ করেন তিনি। ঠিক পরের দিন রাতেই ঘোষণা আসে তামিম ইকবালের কোভিড পরীক্ষা হয়েছে এবং তার ফলাফল নেগেটিভ এসেছে।

এতে করে টুর্নামেন্টেও কোনো বাধা আসেনি।

বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে খেলার চেয়েও বেশি আলোচনা হয়েছে মূলত ঢাকা ও বরিশালের মধ্যে একটি ম্যাচে সতীর্থের সাথে মুশফিকুর রহিম সতীর্থের দিকে দুবার মারমুখী ভঙ্গি নিয়ে।

যেখানে সতীর্থের সাথে মারমুখী আচরণের কারণে মুশফিকুর রহিমকে শাস্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় মুশফিকুর রহিমকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, মুশফিক খেলার মধ্যে নিজ দলের খেলোয়াড়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছে বলে দেখা গেছে।

মুশফিকুর রহিম ঘটনার পর 'ক্ষমা চেয়ে' একটি বিবৃতি দিয়েছেন ফেসবুকে।

নাসুম আহমেদও একটি পোস্ট করেছেন যেখানে তিনি এই ঘটনাকে 'খেলার অংশ' বলেছেন।

সতীর্থের সাথে মারমুখী আচরণের পর ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

ছবির উৎস, Twitter/MushfiqurRahim

ছবির ক্যাপশান, সতীর্থের সাথে মারমুখী আচরণের পর ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

গৌতম গাম্ভীরের পোস্ট নিয়ে বিতর্ক

বিজয় দিবস নিয়ে গৌতম গাম্ভীরের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক

ছবির উৎস, FACEBOOK/GautamGambhir

ছবির ক্যাপশান, বিজয় দিবস নিয়ে গৌতম গাম্ভীরের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক

১৬ই ডিসেম্বরে ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীরের একটি পোস্ট নিয়ে বাংলাদেশে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

'ভিজায় দিবস', যা বাংলায় 'বিজয় দিবস' উপলক্ষে তৎকালীন ভারতীয় জেনারেল স্যাম মানেকশ'র একটি কথা উল্লেখ করে ভারতীয় বাহিনীর প্রতি শ্রদ্ধা জানান গাম্ভীর।

তার এই স্ট্যাটাসকে ভালভাবে নেননি অনেক বাংলাদেশি।

বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশের নামও উল্লেখ করেননি কেনো।

অনেকে লিখেছেন, এই কৃতিত্ব বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এবং ভারতের মিত্র বাহিনীর।

মেসি-নেইমারের ছবি

আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে নেইমারের একটি পোস্ট। যেখানে তিনি লিওনেল মেসির সাথে একটি ছবি পোস্ট করেছেন।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে লিওনেল মেসির বার্সেলোনার সাথে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইয়ের একটি ম্যাচ পড়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে লিওনেল মেসির বার্সেলোনার সাথে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইয়ের একটি ম্যাচ পড়েছে।

ছবির উৎস, Twitter/Neymarjr

ছবির ক্যাপশান, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে লিওনেল মেসির বার্সেলোনার সাথে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইয়ের একটি ম্যাচ পড়েছে।

এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি ফ্রান্স ফুটবল সাময়ীকির প্রকাশিত স্বপ্নের একাদশে জায়গা পাওয়ায় নিজেদের আনন্দ প্রকাশ করেছেন নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই একাদশকে বলা হচ্ছে 'অল টাইম ব্যালন ডি' অর একাদশ'।

ফুটবল সাময়ীকির প্রকাশিত স্বপ্নের একাদশে জায়গা পাওয়ায় নিজেদের আনন্দ প্রকাশ করেছেন নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে

ছবির উৎস, FACEBOOK/LeoMessi

ছবির ক্যাপশান, ফুটবল সাময়ীকির প্রকাশিত স্বপ্নের একাদশে জায়গা পাওয়ায় নিজেদের আনন্দ প্রকাশ করেছেন নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে

আরো পড়ুন: