ক্রিকেট: মুশফিকুর রহিম সতীর্থের দিকে দুবার মারমুখী ভঙ্গিতে, কী বলছেন নাসুম?

ছবির উৎস, RATAN GOMEZ
- Author, রায়হান মাসুদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম এলিমিনেটরে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখা যায় দুবার তার সতীর্থ নাসুম আহমেদের দিকে হাত তোলার মতো ভঙ্গি করছেন।
প্রথমবার দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভারে, নাসুমের বল সার্কেলের ভেতরে ঠেলে দিয়ে রান নেন আফিফ। নাসুম ও মুশফিকুর রহিম বলটি ধরতে ছুটে যান।
এরপর মুশফিককে দেখা যায় বল ধরেই মারের মতো ভঙ্গি করেন নাসুমের দিকে।
এরপর তাকে স্ট্যাম্পের পেছনে থাকার ইশারা করেন মুশফিকুর রহিম।
এরপর ১৭তম ওভারে আফিফ হোসেন পুল করলে বল শর্ট ফাইন লেগের দিকে বল যায়, মুশফিকুর রহিম বলটি ধরতে দৌঁড় দেন, একই জায়গায় ফিল্ডার ছিলেন নাসুম আহমেদ।
তিনিও বলটি ধরতে যান প্রথমে, কিন্তু পরে মুশফিককে দেখে পিছিয়ে যান। তখন মুশফিক ক্যাচটি ধরে নাসুমের দিকে আবারও একই ভাবে মারার ভঙ্গি করলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।
আরো পড়ুন:
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মুশফিকুর রহিমের এই আচরণের সমালোচনা করছেন।
তবে মুশফিকুর রহিমের সতীর্থ নাসুম আহমেদ এনিয়ে খুব বেশি খোলাসা করেননি।
তার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ম্যাচে কিছুই হয়নি, আমরা খেলেছি জিতেছি, এর বাইরে যেটা হয়েছে সেটা ম্যাচের মধ্যে রাগের মাথায় হতেই পারে।"
"পার্ট অফ দ্য ম্যাচ," বলেছেন নাসুম আহমেদ।
নাসুম আহমেদ বলেছেন, এখানে খুব গুরুতর কিছু হয়নি। যা হয়েছে মাঠে এগুলো হয়ই।
এর আগে নাসুম আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। জাতীয় দলের হয়ে না খেললেও, নির্বাচকদের রাডারে আছেন এই স্পিন বোলার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকেও এখনো এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
ম্যাচের দায়িত্বরত এক কর্মকর্তা অনুনাষ্ঠানিকভাবে জানিয়েছেন, আম্পায়াররা এবিষয়ে কোন রিপোর্ট করেননি। মাঠের আম্পায়াররা রিপোর্ট করলে মুশফিকুর রহিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।








