আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
লেবানন বিস্ফোরণ: ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানী বৈরুতের চিত্র
বিশাল এক বিস্ফোরণ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। বহু মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েক হাজারের বেশি।
এমনও খবর পাওয়া যাচ্ছে যে কয়েক'শো কিলোমিটার দূরের সাইপ্রাসেও ঐ বিস্ফোরণের আঁচ পাওয়া গেছে।
কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুত রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা পরিস্কার নয়।
সব ছবির কপিরাইট রয়েছে