লেবানন বিস্ফোরণ: ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানী বৈরুতের চিত্র

বেইরুতের বন্দরের নিকটবর্তী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বৈরুতের বন্দরের নিকটবর্তী অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিস্ফোরণে

বিশাল এক বিস্ফোরণ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। বহু মানুষ মারা গেছে, আহত হয়েছে কয়েক হাজারের বেশি।

এমনও খবর পাওয়া যাচ্ছে যে কয়েক'শো কিলোমিটার দূরের সাইপ্রাসেও ঐ বিস্ফোরণের আঁচ পাওয়া গেছে।

কর্মকর্তারা বলছেন এই বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি। তারা বলছেন গুদামে ছয় বছর ধরে মজুত রাখা অত্যন্ত বিপদজনক বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা পরিস্কার নয়।

ক্ষতিগ্রস্থ ভবনের সামনে লেবাননের 'লেবানিজ এমিগ্র্যান্ট' স্ট্যাচু

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্ষতিগ্রস্থ ভবনের সামনে লেবাননের 'লেবানিজ এমিগ্র্যান্ট' স্ট্যাচু
বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বিস্ফোরণে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বিস্ফোরণে
বিস্ফোরণে পর বৈরুতের আকাশে ধোঁয়া

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিস্ফোরণে পর বৈরুতের আকাশে ধোঁয়া
আহত এক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, আহত এক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা
বিস্ফোরণে আহত হয়েছেন হাজার হাজার মানুষ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিস্ফোরণে আহত হয়েছেন হাজার হাজার মানুষ
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ধ্বংসস্তুপের নিচে মানুষকে আটকা পড়ে থাকতে দেখা গেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে ধ্বংসস্তুপের নিচে মানুষকে আটকা পড়ে থাকতে দেখা গেছে।
বিস্ফোরণের পর রাস্তাগুলোও যেন ধ্বংসস্তূপে পরিণত হয়

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিস্ফোরণের পর রাস্তাগুলোও যেন ধ্বংসস্তূপে পরিণত হয়
বিস্ফোরণের স্থান থেকে নির্গত হচ্ছে ধোঁয়া

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিস্ফোরণের স্থান থেকে নির্গত হচ্ছে ধোঁয়া

সব ছবির কপিরাইট রয়েছে