মিশরের পিরামিড: ধনকুবের ইলন মাস্ককে মিশর জানাল কোন মহাজাগতিক জীব পিরামিড বানায়নি

গিজার পিরামিড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ফারাওদের সৌধগুলো হাজার হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে

মিশর ধনকুবের ইলন মাস্কের প্রতি আহ্বান জানিয়েছে তিনি যেন মিশরে গিয়ে নিজে চোখে দেখে আসেন যে বিখ্যাত পিরামিড কোন মহাজাগতিক জীব বানায়নি।

স্পেস-এক্স-এর প্রধাান ইলন মাস্ক যে টু্‌ইট করেছেন তাতে আপাতদৃষ্টিতে তিনি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের তত্ত্বকেই সমর্থন করেছেন যারা মনে করে মিশরের বিখ্যাত পিরামিড নির্মাণ করেছিল মহাজাগতিক কোন জীব।

ষড়যন্ত্র তত্ত্ব যারা ছড়াচ্ছে তারা এমন দাবিও করেছে যে মিশরের রাজা দ্বিতীয় রামসেস একজন মহাজাগতিক ব্যক্তি ছিলেন।

মিশরের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী বলেছেন তিনি চান না যে এসব ষড়যন্ত্র তত্ত্ব যারা ছড়ায় তাদের তত্ত্ব কোন কৃতিত্ব পায়।

মন্ত্রী বলছেন মি. মাস্ক নিজের চোখে এসে দেখে যান পিরামিড কীভাবে এবং কখন বানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন এই বিশাল পিরামিডগুলো যে প্রাচীন মিশরীয়রা নির্মাণ করেছিল তার গ্রহণযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে।

শুক্রবার প্রযুক্তি ব্যবসায়ী এই ধনকুবের ইলন মাস্ক টুইট করে বলেন: "এলিয়েনরা অবশ্যই পিরামিড নির্মাণ করেছে''। তার এই টুইট ৮৪ হাজার বার রি-টুইট করা হয়েছে।

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

Transparent line

মিশরের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী রানিয়া আল-মাশাত টুইটারে এর উত্তর দিয়ে বলেছেন তিনি মি. মাস্কের কাজকর্ম সমএপর্ক খবর রাখেন এবং তার কাজ তিনি পছন্দ করেন।

কিন্তু তাকে মিজ আল-মাশাত অনুরোধ জানিয়েছেন তিনি যেন মিশরের ফারাওদের তৈরি এই ঐতিহাসিক কাঠামোগুলোর নির্মাণ সম্পর্কে নিজে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করেন।

Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

Transparent line

মিশরের প্রত্নতাত্ত্বিক জাহি হাওয়াসও আরবী ভাষায় তৈরি ছোট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এর জবাব দিয়ে বলেছেন মি. মাস্কের এই যুক্তি ''সম্পূর্ণ কল্পনাপ্রসূত''।

''যারা পিরামিডগুলো বানিয়েছিল আমি তাদের স্মৃতিসৌধ খুঁজে পেয়েছি এবং সেগুলো দেখেছি। সেখানে লিপিবদ্ধ আছে প্রত্যেক পিরামিড নির্মাণকারী মিশরীয় ছিলেন এবং তারা কেউ ক্রীতদাস ছিলেন না,'' মি. হাওয়াসকে উদ্ধৃত করে খবর ছাপা হয়েছে ইজিপ্ট টাইমস নামে পত্রিকায়।

পত্রিকায় মিশরের বিশিষ্ট এই প্রত্নতাত্ত্বিক মি. হাওয়াসকে উদ্ধৃত করে আরও বলা হয়েছে মূল পিরামিড এবং আশপাশের পিরামিডগুলো কোন রাজা বা রাজপরিবারের সদস্যদের তা স্মৃতি সৌধগুলোতে লেখা রয়েছে। তিনি বলেছেন শুধু তাই নয়, কারা এগুলোর স্থপতি এবং নির্মাণ কারিগর তাদের নামও ভেতরে খোদাই করে লেখা রয়েছে।

তার নিজস্ব আনুষ্ঠানিক ফেসবুক পেজে তিনি এই ভিডিও পোস্ট করে আরও লিখেছেন পিরামিড মিশরের জাতীয় সম্পদ। রাজা দ্বিতীয় রামসেস ছিলেন মিশরীয় এবং তার বাসস্থান ছিল শারকিয়ায়। তিনি বলেছেন, ''আপনি ভুল করছেন এবং এগুলো আপনার কল্পনাপ্রসূত''।

মি.মাস্ক অবশ্য পরে তার আনুষ্ঠানিক টু্‌ইটার অ্যাকাউন্ট থেকে বিবিসির ইতিহাস বিষয়ক ওয়েবসাইটের একটি লিংক টুইট করেছেন যেখানে পিরামিড নির্মাণকারীদের নিয়ে একটি প্রতিবেদন আছে। তিনি লিখেছেন ''বিবিসির এই নিবন্ধে অবশ্য যুক্তিসঙ্গত তথ্য দিয়ে বলা হয়েছে পিরামিড কীভাবে তৈরি হয়েছিল।"

ইলন মাস্ক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইলন মাস্ক গাড়ি, রকেট এবং মহাকাশ যাত্রায় আগ্রহী

মিশরে একশয়ের বেশি পিরামিড অক্ষত রয়েছে, তবে সবচেয়ে বিখ্যাত পিরামিড হল গিজার গ্রেট পিরামিড, যার উচ্চতা ৪৫০ ফুটের (১৩৭ মিটার) বেশি।

এগুলোর বেশিরভাগই বানানো হয়েছিল মিশরের রাজপরিবারের সদস্যদের স্মৃতি সৌধ হিসাবে।

মি. মাস্ক এর আগেও মাঝে মাঝে উদ্ভট টুইট করে আলোচনায় এসেছেন।

Banner image reading 'more about coronavirus'
Banner