করোনাভাইরাস: ব্রাহ্মণবাড়িয়ায় এক ইসলামী বক্তার জানাজায় বহু মানুষের ভিড়, বিতর্ক

এক ইসলামিক বক্তার জানাজায় এই জমায়েতের ঘটনা ঘটে

ছবির উৎস, মাসুক হৃদয়

ছবির ক্যাপশান, এক ইসলামিক বক্তার জানাজায় এই জমায়েতের ঘটনা ঘটে

করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাংলাদেশের সব জায়গায় সব ধরনের জনসমাগম - এমনকি ধর্মীয় জমায়েতও- নিষিদ্ধ করা করা হলেও শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক ধর্মীয় বক্তার শেষকৃত্যে হাজার হাজার মানুষের জমায়েতের ঘটনা ঘটেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান শনিবার সকালে স্থানীয় একজন জনপ্রিয় ইসলামিক বক্তা যোবায়ের আহমেদ আনসারীর জানাজার সময় ঐ জনসমাগম হয়।

পুলিশ বলছে হঠাৎ এত বড় মাত্রার জনসমাগম নিয়ন্ত্রণে তাদের কিছুই করার ছিল না

ছবির উৎস, মাসুক হৃদয়

ছবির ক্যাপশান, পুলিশ বলছে হঠাৎ এত বড় মাত্রার জনসমাগম নিয়ন্ত্রণে তাদের কিছুই করার ছিল না

শাহাদাত হোসেন বলেন, "তিনি এখানে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। গতকাল (শুক্রবার) ঢাকায় মারা যাওয়ার পর রাতে তার মরদেহ মাদ্রাসায় নিয়ে আসা হয়।"

"আমরা রাতেই গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। তারাও জানায় জানাজায় বড় ধরণের জমায়েত করা হবে না।"

Banner image reading 'more about coronavirus'
Banner
পুলিশ ধারণা করছে যোবায়ের আহমেদের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ তার মৃত্যুর সংবাদ জানতে পারে

ছবির উৎস, মাসুক হৃদয়

ছবির ক্যাপশান, পুলিশ ধারণা করছে যোবায়ের আহমেদের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ তার মৃত্যুর সংবাদ জানতে পারে

তিনি জানান সামাজিক দূরত্ব বজায় রেখে জানাজার কার্যক্রম পরিচালনা করার আশ্বাসও দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

কিন্তু জানাজায় কোনো ধরণের জমায়েতের পরিকল্পনা না থাকলেও সকালে জানাজার আগে দিয়ে মাদ্রাসার মাঠে হঠাৎ করেই কয়েক হাজার মানুষ আসা শুরু করে বলে জানান শাহাদাত হোসেন।

"সেসময় কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত ছিল। অল্প কিছুক্ষণের মধ্যে এত মানুষ এসে পড়ে যে আমাদের আর কিছুই করার থাকে না।"

পুলিশ ধারণা করছে যোবায়ের আহমেদের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকার মানুষ তার মৃত্যুর সংবাদ জানতে পারে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলকায় এক জানাজায় জড়ো হয় হাজার হাজার মানুষ

ছবির উৎস, মাসুক হৃদয়

ছবির ক্যাপশান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলকায় এক জানাজায় জড়ো হয় হাজার হাজার মানুষ