মধ্য লন্ডনে শুক্রবার রাতে এক সন্ত্রাসী হামলায় অন্তত দু'ব্যক্তি নিহত এবং আরো কয়েক জন আহত হয়েছেন।
লন্ডন ব্রিজের উত্তরের অংশে একটি হলে চলতে থাকা এক অনুষ্ঠানে হামলার সূত্রপাত হয়।
ছুরি নিয়ে কয়েকজন ব্যক্তির ওপর হামলার পর কিছুক্ষণের মধ্যেই জনগণের সহায়তায় এবং পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন।
এখানে সেই হামলার ঘটনাস্থলের কিছু ছবি:
ছবির উৎস, Alexandra Carr / Twitter
ছবির ক্যাপশান, ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, হামলার পর লন্ডন ব্রিজ রেল স্টেশনটি বন্ধ করে দেয়া হয়।
ছবির উৎস, Luke Poulton / Reuters
ছবির ক্যাপশান, বিবিসির জন ম্যাকম্যানাস ঘটনাস্থল থেকে জানান, ব্রিজের ওপর তিনি কিছু লোককে মারামরি করতে দেখেছেন। এরপর পুলিশে সেখানে হাজির হয় এবং গুলি ছোঁড়ে।
ছবির উৎস, PA Media
ছবির ক্যাপশান, আতঙ্কিত মানুষ ঘটনাস্থাল থেকে পালিয়ে যাচ্ছেন।