মিল্ক ভিটার দুধের ওপর নিষেধাজ্ঞা আট মাসের জন্য স্থগিত

বাংলাদেশে পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিক্রির ওপর হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা মিল্ক ভিটার দুধের ক্ষেত্রে আট সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের একটি চেম্বার আদালত।

এর ফলে আগামী আট সপ্তাহ মিল্ক ভিটার দুধ বিক্রিতে আর কোন বাধা থাকবে না, তবে অন্য ১৩টি কোম্পানির পাস্তুরিত দুধের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

রাষ্ট্রায়ত্ব কোম্পানি বাংলাদেশ মিল্ক প্রডিউসার্র্স কো-অপারেটিভ ইউনিয়ন বা মিল্ক ভিটার করা এক আবেদনের শুনানির পর চেম্বার বিচারপতি সোমবার এ আদেশ দেন।

বাংলাদেশে খাদ্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সরকার এম আর হাসান মামুন বিবিসি বাংলাকে জানান, বাকি ১৩টি কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন হাই কোর্টের আদেশ অনুযায়ী বন্ধই থাকছে।

এর আগে পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় ১৪টি প্রতিষ্ঠানের পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশের আদালত।

বিবিসি বাংলায় আরো খবর:

জনস্বার্থে করা ২০১৮ সালের এক রিটের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

বাংলাদেশের বাজারে যেসব তরল দুধ পাওয়া যায় সেগুলো কতটা মানসম্মত সে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

আদালতের দ্বারা নিষিদ্ধ করা ১৩টি প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডগুলো হল: আফতাব মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট লিমিটেড (আফতাব), আকিজ ফুড অ্যান্ড বেভারেজ (ফার্ম ফ্রেশ), অ্যামেরিকান ডেইরি লিমিটেড, বারো আউলিয়া ডেইরি (ডেইরি ফ্রেশ), ব্র্যাক (আড়ং মিল্ক), ড্যানিশ ডেইরি ফার্ম লিমিটেড (আয়রান), ইছামতী ডেইরি লিমিটেড (পিউরা), ইগলু ডেইরি লিমিটেড (ইগলু), প্রাণ ডেইরি লিমিটেড (প্রাণ মিল্ক), উত্তরবঙ্গ ডেইরি খামার (মিল্ক ফ্রেশ), জিহান মিল্ক অ্যান্ড ফুড প্রসেসিং, শিলাইদহ ডেইরি (আলট্রা মিল্ক), এবং পূর্ব বাংলা ডেইরি প্রডাক্টস (আরওয়া)।

বিএসটিআই এর আগে ১৪টি কোম্পানির পাস্তুরিত দুধকে জনস্বাস্থ্যের জন্য নিরাপদ বলে জানালেও তার মধ্যে ১১টিতে বিপজ্জনক মাত্রায় সীসার উপস্থিতির কথা হাই কোর্টকে জানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে আরেকটি সংস্থা।

বিবিসি বাংলায় আরো পড়ুন: