ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উত্তেজনা সামাজিক মাধ্যমে

মাশরাফী বিন মোর্ত্তজা ও বিরাট কোহলি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মাশরাফী বিন মোর্ত্তজা ও বিরাট কোহলি

টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।

ভারত এর মধ্যেই নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করলেও বাংলাদেশের জন্য এই ম্যাচ বিশ্বকাপে টিকে থাকার লড়াই।

তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি উত্তেজনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সমর্থকদের সেই উত্তেজনার ছাপ দেখা যাচ্ছে ফেসবুক, টুইটারসহ নানা সামাজিক মাধ্যমে করা তাদের মন্তব্যে।

আরো পড়ুন:

বিবিসি বাংলার সামাজিক মাধ্যমে করা নানা মন্তব্য
ছবির ক্যাপশান, বিবিসি বাংলার সামাজিক মাধ্যমে করা নানা মন্তব্য

অনেকে মন্তব্য করেছেন বিবিসি বাংলার সামাজিক মাধ্যমেও। ফখরুল জাবেদ নামের একজন লিখেছেন, "সুষ্ঠু খেলা হলে আমরা (বাংলাদেশ) জিতবো।"

ভারতের বাসিন্দা রীতাব্রত ব্যানার্জি লিখেছেন, "একটি ম্যাচ, দুই জাতীয় সংগীত এবং এক ও একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর।"

অর্থাৎ খেলায় ভারত ও বাংলাদেশ প্রতিযোগী হলেও, খেলার শুরুতে যে জাতীয় সংগীত গাওয়া হয়েছে, সেই দুই দেশের দুই জাতীয় সংগীতই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর তা নিয়ে অনেক মন্তব্য ও ছবি দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে।

ভারতের বাসিন্দা রীতাব্রত ব্যানার্জি লিখেছেন, একটি ম্যাচ, দুই জাতীয় সংগীত এবং এক ও একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর।
ছবির ক্যাপশান, ভারতের বাসিন্দা রীতাব্রত ব্যানার্জি লিখেছেন, একটি ম্যাচ, দুই জাতীয় সংগীত এবং এক ও একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর।

জাতীয় সংগীত নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ভারতের সমর্থক শতরূপ ঘোষ।

জাতীয় সংগীত নিয়ে একটি ছবি শেয়ার করেছেন শতরূপ ঘোষ।

খেলায় প্রথমে ব্যাটিং করে ভারতের রান তোলা নিয়ে ক্ষুদ্ধ বাংলাদেশের অনেক সমর্থক।

তাদের একজন অ্যানি রিয়াজ লিখেছেন,আ"মাদের খেলোয়াড়দের নড়াচড়া দেখে মনে হচ্ছে, ওরা ভেবেই নিয়েছে ওরা আজ...।"

অ্যানি রিয়াজের মন্তব্য

ছবির উৎস, EPA

মেরিনা ইয়াসমিন লিখেছেন, আমাদের হারাবার কিছু নেই, পাবার আছে অনেক কিছু

ভারতের মারকুটে ব্যাটিং দেখে অনেকে যেমন হতাশা প্রকাশ করছেন, অনেকে আশাও প্রকাশ করছেন।

মারুফ মল্লিক যেমন লিখেছেন , "ব্যাপার না, সাব্বির ৩০ বলে ১০০ করবে।"

ভারতের মারকুটে ব্যাটিং দেখে মারুফ মল্লিকের স্ট্যাটাস, ব্যাপার না, সাব্বির ৩০ বলে ১০০ করবে

"ব্যাপার না, রোহিতকে একটা সুযোগ দিলাম। " রোহিত শর্মার ক্যাচ মিস করার পর মন্তব্য করেছেন বাংলাদেশের ইয়াসিন আরাফাত।

বাংলাদেশের ইয়াসিন আরাফাত মন্তব্য করেছেন, ব্যাপার না, রোহিতকে একটা সুযোগ দিলাম।

তবে ম্যাচের কারণে সামাজিক মাধ্যমে উত্তেজনায় অনেকে বিরক্তও হয়েছেন।

ভারতের নাগরিক অর্কময় দত্ত মজুমদার লিখেছেন,"আমি পাকিস্তান বা বাংলাদেশকে ঘৃণা করি না। ক্রিকেটের নামে বোকার মতো তাদের গালাগালি করাও পছন্দ করি না। সুতরাং এ ধরণের স্ট্যাটাসে কেউ আমাকে ট্যাগ করবেন না। "

আজকের ম্যাচের আগে ভারত ও বাংলাদেশ বিশ্বকাপে ৩ বার মুখোমুখি হয়েছে।

ভারতের বিপক্ষে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের আগেই হাত মুঠো করে উদযাপন শুরু করে দিয়েছিলেন মুশফিকুর রহিম।

সেই ম্যাচে বাংলাদেশ ১ রানে হেরে যায়।

ভারতের বিপক্ষেই বাংলাদেশ গেলো বছর ফাইনাল হেরেছে দুইবার।

২০১৮ সালে নিদাহাস ট্রফি- একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি আসরে শেষ বলের ছক্কায় বাংলাদেশ হেরে যায়।

একই বছর এশিয়া কাপ ফাইনালে ভালো উদ্বোধনী জুটি থাকার পরেও বাংলাদেশ হেরে গেছে শেষ ওভারে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সামর্থ্য আছে ভারতকে হারানোর, কিন্তু ভারত তাদের স্বাভাবিক খেলা খেললে বাংলাদেশ তেমন সুবিধা করতে পারবে না। তাছাড়া এটি এমন একটি ম্যাচ যেখানে বাংলাদেশ হারলেই বিদায়, সেক্ষেত্রে একটা চাপ নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ।

অর্কময় দত্ত মজুমদার লিখেছেন,আমি পাকিস্তান বা বাংলাদেশকে ঘৃণা করি না। ক্রিকেটের নামে বোকার মতো তাদের গালাগালি করাও পছন্দ করি না। সুতরাং এ ধরণের স্ট্যাটাসে কেউ আমাকে ট্যাগ করবেন না।
ছবির ক্যাপশান, অর্কময় দত্ত মজুমদার লিখেছেন,আমি পাকিস্তান বা বাংলাদেশকে ঘৃণা করি না। ক্রিকেটের নামে বোকার মতো তাদের গালাগালি করাও পছন্দ করি না। সুতরাং এ ধরণের স্ট্যাটাসে কেউ আমাকে ট্যাগ করবেন না।