ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: 'বাংলাদেশ বড় ম্যাচের জন্য বেশিই আবেগী'- হারশা ভোগলে

ছবির উৎস, Getty Images
"আমি মনে করি বাংলাদেশ পাঁচ নম্বর দল হবে। এমন না যে আমি কাউকে বাদ দিচ্ছি, তবে বড় ম্যাচগুলোর জন্য বাংলাদেশ বড্ড বেশিই আবেগী," মতামত ক্রিকেট ধারাভাষ্যকার হারশা ভোগলের।
তিনি মনে করেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দলগুলো ক্রিকেট বিশ্বকাপে বাড়তি আনন্দ দিয়েছে।
বিশ্বকাপকে "এশিয়ান বিশ্বকাপ" বলেছেন ভোগলে।
"মুশফিকের মতো কেউ যে বড় ম্যাচে একটু বেশিই আবেগী হয়ে যায়, তাদের পক্ষে ম্যাচ জিতে ফেরাটা কঠিন বলে জানান তিনি।"
একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের আলোচনায় এমনটা বলেন মি: ভোগলে।

ছবির উৎস, Gareth Copley
এর আগে ভারতের বিপক্ষে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের আগেই হাত মুঠো করে উদযাপন শুরু করে দিয়েছিলেন মুশফিকুর রহিম।
সেই ম্যাচে বাংলাদেশ ১ রানে হেরে যায়।
ভারতের বিপক্ষেই বাংলাদেশ গেলো বছর ফাইনাল হেরেছে দুইবার।
আরো পড়ুন:

ছবির উৎস, NurPhoto
২০১৮ সালে নিদাহাস ট্রফি- একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি আসরে শেষ বলের ছক্কায় বাংলাদেশ হেরে যায়।
একই বছর এশিয়া কাপ ফাইনালে ভালো উদ্বোধনী জুটি থাকার পরেও বাংলাদেশ হেরে গিয়েছে শেষ ওভারে।
বাংলাদেশ কি তাহলে ভারতকে হারাতে পারবে না?
হারশা ভোগলে মনে করেন বাংলাদেশের সামর্থ্য আছে ভারতকে হারানোর, কিন্তু ভারত তাদের স্বাভাবিক খেলা খেললে বাংলাদেশ তেমন সুবিধা করতে পারবে না।
"ভারতের যদি ১০ রানে ২ উইকেট চলে যায়, বা শুরুতেই চাপে ফেলতে পারে বাংলাদেশ একমাত্র সেক্ষেত্রেই বাংলাদেশের সুবিধা নেয়ার জায়গা রয়েছে, নতুবা আমি মনে করি বাংলাদেশ এই ম্যাচে হারতেই যাচ্ছে।"
"খুব সম্ভবত ইংল্যান্ড ও ভারত সেমিফাইনালে খেলতে যাচ্ছে বারমিংহামেই।"
তবে ভারতের মিডল অর্ডার অর্থাৎ ৪,৫ ও ৬ নম্বর ব্যাটসম্যানদের অবশ্যই ভালো করতে হবে।
এটি এমন একটি ম্যাচ যেখানে বাংলাদেশ হারলেই বিদায়, সেক্ষেত্রে একটা চাপ নিয়েই খেলতে নামবে বাংলাদেশ।
শোয়েব আখতার কী বলছেন?
"বাংলাদেশ ভারতকে কঠিন সময় দেবে, তবে ভারত যেহেতু ম্যাচ হেরেছে তাই বাংলাদেশের ওপর চড়াও হতে পারে ভারত।"
তবে বাংলাদেশ ব্যাপারটা এতটা সহজ হতে দেবে না।
"শুরুতে ব্যাট করে যদি ভারত বড় টোটাল পায়, তাহলে বাংলাদেশ চাপে পড়বে, চাহাল ও কুলদীপের স্পিন সামলানো কঠিন হবে বাংলাদেশের জন্য।"
বিবিসি বাংলার আরো খবর:








