ক্রিকেট: অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া ৭ বছরের শিশু আর্চি শিলারকে নিয়ে কেন এতো আলোচনা?

ক্রিকেট

ছবির উৎস, Darrian Traynor - CA

ছবির ক্যাপশান, শিলারকে অভিবাদন জানাচ্ছেন নাথান লায়ন।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এক সাত বছর বয়সী শিশুকে নিয়ে ঘিরে টিম মিটিং দিয়ে দিন শুরু করে।

আলোচনায় মূল অধিনায়ক টিম পেইনের সাথে যুগ্মভাবে অধিনায়কত্ব করার দায়িত্ব দেয়া হলো সাত বছর বয়সী শিশুটিকে।

"আমরা আপনাকে পেয়ে খুশি, টিম পেইনের সাথে কাজ করে ভালো খেলে সুন্দর একটি সপ্তাহ কাটান আপনি," আলোচনায় বলছিলেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন।

Skip X post, 1
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 1

আর্চি শিলার, ৭ বছর বয়সী শিশু আজ মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টসে অংশ নিয়েছে।

ক্রিকেট

ছবির উৎস, Michael Dodge

ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সাথে অনুশীলনে আর্চি শিলার।

ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দলের ১৫তম সদস্য হিসেবে সুযোগ পেয়েছে আর্চি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনের সাথে যুগ্মভাবে অধিনায়কত্ব করবেন তিনি।

ভারতের অধিনায়ক ভিরাট কোহলির উইকেট নিতে চান আর্চি শিলার।

Skip X post, 2
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 2

অস্ট্রেলিয়ার সাথে পাকিস্তানের সিরিজ যখন চলছিল তখন কোচ জাস্টিন ল্যাঙ্গার আর্চি শিলারকে ফোন দেন।

ফোন দিয়ে তাকে বলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন তিনি।

আর্চি তাকে উত্তর দেন, সুযোগ পেলে বিরাট কোহলির উইকেট নেবেন তিনি।

ক্রিকেট

ছবির উৎস, Scott Barbour - CA

ছবির ক্যাপশান, মেলবোর্নে টিম পেইন ও বিরাট কোহলির সাথে আর্চি শিলার।

আর্চি শিলার জন্মের পর থেকে হৃদপিন্ডে সমস্যা নিয়ে বেড়ে উঠেছেন, তার চৌদ্দবার অস্ত্রোপচার হয়েছে।

শিলারের স্বপ্ন ক্রিকেটার হওয়া।

তাই 'মেক আ উইশ' ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থার সাথে ক্রিকেট অস্ট্রেলিয়া এই উদ্যোগ নিয়েছে।

Skip X post, 3
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post, 3

অনিয়মিত হৃদকম্পনের কারণে খুব বেশি ক্রিকেট খেলা হয় না তার।

আর্চি শিলার তার পরিস্থিতির কারণে নিয়মিত বন্ধুদের সাথেও খেলতে পারেন না।

স্কুলে গিয়ে মাঝে মাঝে খেলেন তিনি।

তার স্কুল প্রাঙ্গনে লেগ স্পিনার হিসেবে নাম আছে।

ক্রিকেট

ছবির উৎস, Quinn Rooney

ছবির ক্যাপশান, বিরাট কোহলিকে নিজ দলের একাদশ দিচ্ছেন আর্চি শিলার

তার বাবা একদিন তাকে জিজ্ঞেস করেন - কী হতে চান।

তিনি বলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের অধিনায়ক হতে চান।

তাই 'মেক আ উইশ' ফাউন্ডেশন তার এই ইচ্ছাকে প্রাধাণ্য দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে উদ্যোগ নিয়ে তার স্বপ্ন পূরণ করতে এগিয়ে এসেছে।

শিলার আজ টসের সময় টিম পেইনকে উপদেশ দেন, "ছক্কা হাকাও এবং উইকেট নাও।"

Skip Facebook post

ছবির কপিরাইট

Facebook -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।

End of Facebook post

বিবিসি বাংলায় আরো পড়ুন: