আইসিসির সাথে বিসিবির বৈঠকে কী আলোচনা হলো?

ছবির উৎস, ICC/BCB
টিটোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে অনড় অবস্থানেই আছে বাংলাদেশ।
ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে আসা আইসিসির প্রতিনিধি দলের সাথে বিসিবির বৈঠক শেষ হয়েছে শনিবার রাতে।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি ওই বৈঠকে তাদের পূর্ববর্তী অবস্থান ধরে রাখার বিষয়ে জোর দিয়েছে।
অর্থাৎ, বাংলাদেশের ম্যাচ যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হয়, সেটি জানিয়েছে আইসিসিকে।
বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা আইসিসির সাথে এই বিষয়ে "গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে"।
বিবৃতিতে উল্লেখ করা হয়, "আলোচনার সময় বিসিবি তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করেছে"।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় যে উত্তেজনার শুরু হয়েছিল, তা কবে কাটবে সে উত্তর এখনো অস্পষ্ট।
বরং, আইসিসির সিদ্ধান্তের ওপর এখনো অনেক কিছু নির্ভর করছে।
এর মধ্যে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য ঘিরে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বিরোধও আরেক সংকট তৈরি করে রেখেছে।
বাংলাদেশ দলের ভারতে যাওয়া না যাওয়ার পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে বলেও জানিয়েছে বিসিবি।
"বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তর করা যায় কি না, এই সম্ভাবনা নিয়েও" আলোচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বৈঠকের পর বাংলাদেশি ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে যে আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করা সম্ভব কি না, সেই বিষয়ে কথা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে।
তবে ক্রিকেট আয়ারল্যান্ডের বরাত দিয়ে ক্রিকেটের তথ্য বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ একটি খবরে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে আয়ারল্যান্ড "মূল সময়সূচি থেকে সরছে না"।

ছবির উৎস, Getty Images
বিসিবি জানায়, শনিবারের বৈঠকে আইসিসির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থাটির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ও ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ।
বৈঠকে বিসিবির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
"এই আলোচনা গঠনমূলক, আন্তরিক ও পেশাদারভাবে সম্পন্ন হয়েছে এবং সব পক্ষ বিষয়গুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেছে"- বলা হয় বিবৃতিতে।
End of বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

ছবির উৎস, Getty Images
আয়ারল্যান্ডের সাথে গ্রুপ পরিবর্তন করার প্রস্তাব?
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল গ্রুপ বি'তে। প্রাথমিক হিসেবে ওই গ্রুপে বাংলাদেশ ছাড়া অন্য যে দলগুলো ছিল, তারা হলো ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড আর নেপাল।
প্রাথমিক ফিক্সচার অনুযায়ী বাংলাদেশের প্রথম খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ৭ই ফেব্রুয়ারি কোলকাতায়, এডেন গার্ডেন্স স্টেডিয়ামে।
এরপর ফেব্রুয়ারির ৯ তারিখ আর ১৪ তারিখ ইতালি ও ইংল্যান্ডের সাথে ম্যাচের পূর্বনির্ধারিত ভেন্যুও ছিল একই মাঠে।
আর ১৭ই ফেব্রুয়ারি গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হওয়ার কথা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অন্যদিকে আয়ারল্যন্ডের চারটি ম্যাচই হওয়ার কথা শ্রীলঙ্কায়।
আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৮ই ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে।
এরপর একই ভেন্যুতে ১১ তারিখ অস্ট্রেলিয়া আর ১৪ তারিখ ওমানের সাথে খেলার কথা তাদের।
জিম্বাবুয়ের সাথে গ্রুপপর্বে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা পাল্লেকেল্লে স্টেডিয়ামে।
মূলত ভারতে যাওয়া এড়ানোর একটি উপায় হিসেবেই গ্রুপ পরিবর্তনের এই বিষয়টি আলোচনায় আসে।
এদিকে, ক্রিকবাজ একটি খবরে জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আয়ারল্যান্ডের সাথে গ্রুপ অদলবদলের প্রস্তাব দিয়েছে বিসিবি।
"আমাদের নিশ্চিত করা হয়েছে যে আমরা মূল সময়সূচি থেকে সরবো না," ক্রিকবাজকে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
প্রসঙ্গত, ভারতীয় কিছু ধর্মীয় ও রাজনৈতিক নেতার তীব্র বিরোধিতার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত তেসরা জানুয়ারি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দেয় বলে খবর পাওয়া যাচ্ছিলো ভারতীয় গণমাধ্যমে।
এরপরই মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ এর জন্য কেকেআর তাদের দল থেকে ছেড়ে দেয়।
এই অঞ্চলের ভূ-রাজনৈতিক "সাম্প্রতিক ঘটনাবলীর" কারণে বিসিসিআই তাদের 'নির্দেশনা' দেওয়ার পর কেকেআর এই পদক্ষেপ নিয়েছে বলে ক্রিকইনফো জানায় তখন।
এর আগে বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, "বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।
এই ঘটনায় প্রতিবাদ জানায় বাংলাদেশ। সেদিন রাতেই ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
সেখানে তিনি লিখেন, ''উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি''।
''...যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না'' লিখেন আসিফ নজরুল।
বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় নেওয়ার জন্য বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথাও সেখানে উল্লেখ করেন তিনি।
এ নিয়ে আইসিসির সঙ্গে চিঠি চালাচালির পর আজ মুখোমুখি বৈঠক হলো।








