মোস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ, প্রতিক্রিয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ

ছবির উৎস, BCCI
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেবাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সেই সাথে বাংলাদেশে যাতে আইপিএল খেলার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকেও অনুরোধ করেছেন বলে ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতা যখন চলছে, এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিলো ভারতীয় গণমাধ্যমে।
এর মধ্যেই মোস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ এর জন্য কেকেআর তাদের দল থেকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
এই অঞ্চলের ভূ-রাজনৈতিক"সাম্প্রতিক ঘটনাবলীর" কারণে বিসিসিআই তাদের 'নির্দেশনা' দেওয়ার পর কেকেআর এই পদক্ষেপ নিয়েছে বলে ক্রিকইনফো জানিয়েছে।
এর আগে বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, "বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে"।
তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে।
দেবজিত সাইকিয়া এএনআইকে বলেন, "সর্বত্র চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে"।
আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে তাকে ঘিরে কেকেআর ও চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মধ্যে তীব্র দরকষাকষি হয়, যেখানে শেষ পর্যন্ত কেকেআরই মোস্তাফিজুর রহমানকে পায়।
এনিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আনন্দ প্রকাশ করেছিল তখন।
প্রতিবেদন লেখা পর্যন্ত, এই ঘটনায় মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার নিন্দা ও প্রতিবাদ
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
কেকেআরের ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শনিবার রাত ১১টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পাতায় একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সেখানে তিনি লিখেছেন, ''উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি''।
''ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (উপদেষ্টা) হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা'' লিখেছেন আসিফ নজরুল।
পরবর্তী আইসিসি পুরুষ টি টুয়েন্টি বিশ্বকাপ সাতই ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেসব দল ওই বিশ্বকাপে অংশ নেবে, তাদের মধ্যে বাংলাদেশের ক্রিকেট টিমও রয়েছে। উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে।
সেই প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ''বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি''।
''আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!''

ছবির উৎস, Dr. Asif Nazrul/Facebook
দলে নেওয়ার পর থেকেই ভারতে চলছিল সমালোচনা
ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের সম্পর্কের প্রেক্ষাপটে মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় কেকেআর এবং দলের সহ-মালিক শাহরুখ খানকে ঘিরে সমালোচনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের ঘটনা সামনে এসেছে।
ভারতের জাতীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় না নেওয়ার অভিযোগ তুলে বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা শাহরুখ খান এবং কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তীব্র ভাষায় আক্রমণ করেন।
গেল মাসের শেষ দিকে, ভারতের মধ্য প্রদেশের উজ্জেইনের কয়েকজন ধর্মীয় নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে যদি আইপিএল ২০২৬-এ খেলতে দেওয়া হয়, তাহলে তারা ম্যাচ বানচাল করার চেষ্টা করতে পারেন।
তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দুদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ থেকে তারা এমন অবস্থান নিয়েছেন। ধর্মীয় নেতারা বলেন, প্রয়োজনে তারা স্টেডিয়ামে ঢুকে পড়তে পারেন এবং মোস্তাফিজুর রহমানের অংশগ্রহণ থাকা ম্যাচ বন্ধ করতে পিচ নষ্ট করার মতো পদক্ষেপও নিতে পারেন।
এর আগে নব্বইয়ের দশকে ভারতে উগ্রবাদী হিসেবে পরিচিত দল শিব সেনা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বানচাল করতে এই ধরনের কাণ্ড ঘটিয়েছিল।
রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর যে 'নির্যাতন' চলছে বলে তারা দাবি করছেন, সে বিষয়ে কর্তৃপক্ষ নীরব থাকায় তাদের অনুসারীরা পদক্ষেপ নিতে বাধ্য হবে।
সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যান্য কয়েকটি ধর্মীয় সংগঠনও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে।

ছবির উৎস, Getty Images
এদিকে, গত মাসে ঢাকায় তরুণ রাজনৈতিক নেতা ওসমান হাদি ও ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনার পর ভারত ও বাংলাদেশের মধ্যকার টানাপোড়েন আরো বেড়েছে।
এর মধ্যে বিজেপি নেতা সংগীত সোম বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলিউড তারকা শাহরুখ খানকে 'বিশ্বাসঘাতক' বলেও মন্তব্য করেন।
এদিকে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটের ঘাড়ে চাপানো উচিত নয় বলে মনে করেন ভারতের লোক সভার সদস্য কংগ্রেস নেতা শশী ঠারুর।
"মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঘৃণাত্মক বক্তব্য দেওয়া, হামলা চালানো কিংবা এমন কর্মকাণ্ডকে সমর্থন বা বৈধতা দেওয়ার অভিযোগ ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কখনোই ওঠেনি। তিনি একজন ক্রীড়াবিদ, আর এই দুই বিষয়কে একসঙ্গে মেলানো মোটেই ন্যায্য নয়," বলেন থারুর।
তবে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা মেনে নিয়েছে কেকেআর।
এদিকে, বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বাংলাদেশের সফর নিয়ে কোনো মন্তব্য করেননি।
সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার এই সফরের সূচি প্রকাশ করে জানায়, ভারতীয় দল ২৮ আগস্ট ঢাকায় পৌঁছাবে। উল্লেখ্য, এই সিরিজটি মূলত গত বছর আগস্টে হওয়ার কথা থাকলেও বাংলাদেশে তৎকালীন অস্থির পরিস্থিতির কারণে তা পুনর্নির্ধারণ করা হয়।
এর আগে কেকেআর তাকে দলে নেওয়ার পর বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল খেলতে ছাড়পত্র দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে না খেললেও আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, আইপিএল ২০২৫ মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। ওই আসরে তিনি তিনটি ম্যাচে অংশ নিয়ে চারটি উইকেট শিকার করেন।
সব মিলিয়ে আইপিএলে এখন পর্যন্ত ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান, যেখানে তার শিকার ৬৫টি উইকেট।
এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন।








