
সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল
বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দেখে নিন ফলাফল কেমন হচ্ছে:
২০১৮ নির্বাচনএবং পূর্ববর্তী সংসদ নির্বাচনের ফলাফল: ১৯৯১-২০১৪
আপনার আসনের ওপর ক্লিক করুন অথবা সার্চ বারে আপনার আসনের নাম লিখুন। (বাংলা বা ইংরেজি উভয় ভাষায় লিখতে পারেন)
বিবিসি নিউজ বাংলার ইন্টারঅ্যাকটিভ এই পাতায় ১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত পাঁচটি নির্বাচনে আপনার আসনের সকল প্রার্থীর ফলাফল, তাদের দল এবং ভোটসংখ্যার তালিকা। ২০১৮ এবং ২০১৪ সালের শুধুমাত্র সংসদ সদস্যদের তালিকা রয়েছে।

ছবির উৎস, BBC Bangla
বিবিসি বাংলায় আরো পড়ুন:








