আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ছবিতে উত্তর কোরিয়ায় জমকালো প্রচারণা উৎসব
উত্তর কোরিয়ায় রবিবার থেকে শুরু হয়েছে এক বিশাল প্রচারণা উৎসব যেখানে ছিল জমকালো কিছু প্রদর্শনী। বিশ্বের আর কোথাও এরকম অনুষ্ঠান দেখা যায় না।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানের নাম আরিরাং ম্যাস গেমস। চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।
উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছে হাজার হাজার মানুষ।
অতীতে জাতিসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এসব অনুষ্ঠানে শিশুদেরকেও অংশ নিতে বাধ্য করা হয়।