ছবিতে উত্তর কোরিয়ায় জমকালো প্রচারণা উৎসব

Performers holding up coloured boards creating a huge portrait of Kim Il-sung

ছবির উৎস, Reuters

উত্তর কোরিয়ায় রবিবার থেকে শুরু হয়েছে এক বিশাল প্রচারণা উৎসব যেখানে ছিল জমকালো কিছু প্রদর্শনী। বিশ্বের আর কোথাও এরকম অনুষ্ঠান দেখা যায় না।

বর্ণাঢ্য এই অনুষ্ঠানের নাম আরিরাং ম্যাস গেমস। চলবে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে।

উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান। এতে অংশ নিচ্ছে হাজার হাজার মানুষ।

অতীতে জাতিসংঘের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এসব অনুষ্ঠানে শিশুদেরকেও অংশ নিতে বাধ্য করা হয়।

এই গেমস আসলে প্রচারণার এক বিশাল উৎসব।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, এই গেমস আসলে প্রচারণার এক বিশাল উৎসব।
বিভিন্ন রঙের কার্ড দিয়ে অংশগ্রহণকারীরা তৈরি করেন বিশাল বিশাল প্রতিকৃতি।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিভিন্ন রঙের কার্ড দিয়ে অংশগ্রহণকারীরা তৈরি করেন বিশাল বিশাল প্রতিকৃতি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় শক্তি তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় শক্তি তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন।
বিদেশি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান। এটি রাজস্ব আয়েরও একটি উৎস।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, বিদেশি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় এই অনুষ্ঠান। এটি রাজস্ব আয়েরও একটি উৎস।
এই উৎসবকে কেন্দ্র করে বেইজিং-এর সাথে অতিরিক্ত ফ্লাইট চালু করা হয়েছে।

ছবির উৎস, EPA

ছবির ক্যাপশান, এই উৎসবকে কেন্দ্র করে বেইজিং-এর সাথে অতিরিক্ত ফ্লাইট চালু করা হয়েছে।
সবশেষ এই গেমসের আয়োজন করা হয়েছিল ২০১৩ সালে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, সবশেষ এই গেমসের আয়োজন করা হয়েছিল ২০১৩ সালে।
অংশগ্রহণকারীদের অনেকেই শিশু।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, অংশগ্রহণকারীদের অনেকেই শিশু।
জাতিসংঘ বলছে, এই অনুষ্ঠানে অংশ নিতে শিশুদের বাধ্য করা হয়।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, জাতিসংঘ বলছে, এই অনুষ্ঠানে অংশ নিতে শিশুদের বাধ্য করা হয়।
প্রত্যেকটি ইভেন্টের টিকেটের দাম প্রায় ৯৩৩ ডলার।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, প্রত্যেকটি ইভেন্টের টিকেটের দাম প্রায় ৯৩৩ ডলার।