পত্রিকা: ''হ্যাঁ' ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র

সমকালের প্রধান শিরোনাম— 'হ্যাঁ' ভোট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি

এই খবরে বলা হয়েছে, 'হ্যাঁ' ভোটের পক্ষে সরকার যখন সর্বশক্তি নিয়ে প্রচার মাঠে, তখনই নির্বাচন কমিশন (ইসি) বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী কোনো পক্ষ নিতে পারবেন না।

তারা যদি 'হ্যাঁ' অথবা 'না'-এর পক্ষে প্রচার চালান, সেটি হবে দণ্ডনীয় অপরাধ।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে কমিশন।

ইসির এই পদক্ষেপে সরকারের উচ্চমহলে তীব্র অসন্তোষের খবর মিলেছে।

সাংবিধানিক সংস্থাটির এমন আকস্মিক পদক্ষেপে অনেকটাই হকচকিয়ে গেছেন সরকারের কর্তাব্যক্তিরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর থেকেই সরকারের পক্ষ থেকে নানা উপায়ে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার শুরু হয়।

শুরুতে একাধিক আইনজ্ঞসহ গণমাধ্যমে সরকারের এই পদক্ষেপের সমালোচনা এবং আইনগত বাধার কথা আলোচনায় এলেও তা আমলে নেওয়া হয়নি।

উল্টো সরকারের তরফে আইনজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, সরকারের প্রচার চালাতে আইনগত কোনো বাধা নেই।

প্রচার শুরুর এত দিন পরে কেন ইসি এই চিঠি দিলো— এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সমকালকে বলেন, বিষয়টি নজরে আসার পরই চিঠি দিয়েছেন তারা।

সমকাল
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— Fast deals, flimsy scrutiny; অর্থাৎ অল্প যাচাইবাচাই, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত।

এই প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের শেষ সময়ে দীর্ঘমেয়াদী ও বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, যেগুলোর মূল কাজ পরবর্তী নির্বাচিত সরকারের সময় বাস্তবায়নের পথে হাঁটবে।

এ ধরনের পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো— চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চলমান।

গত নভেম্বরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা এবং পানগাঁও নদী বন্দর পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকার। এরপর এই চুক্তির প্রক্রিয়া চলছে।

পানগাঁও নদী বন্দর পরিচালনার ক্ষেত্রে একটি উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলেও লালদিয়া ও নিউমুরিংয়ের বেলায় তা হয়নি।

বন্দর সংক্রান্ত চুক্তির পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার একটি বড় প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করছে সরকার।

সরকারের ১১৮ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলো একেবারে শেষ সময়ে এসে।

এছাড়া, সম্প্রতি দেশজুড়ে বেশ আলোচনায় আসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাবের বিষয়টিও।

দ্য ডেইলি স্টার

এতে বলা হয়েছে, জামিননামা ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।

কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলাম। তাদের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি এলাকায়।

ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ওই তিনজন হত্যা মামলার আসামি ছিলেন। প্রডাকশন ওয়ারেন্টকে ভুল করে জামিননামা ভেবে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি খতিয়ে দেখতে গতকাল বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মানবজমিন

নাইকো মামলায় ঐতিহাসিক জয়— নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রায় দুই দশকের আইনি লড়াইয়ের পর বাংলাদেশের পক্ষে রায় এলো।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি) কানাডিয়ান জ্বালানি কোম্পানি নাইকো রিসোর্সেসকে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলাকে চার কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে।

বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী এই অর্থের পরিমাণ প্রায় ৫১৬ কোটি টাকা।

আইসিএসআইডির পর্যবেক্ষণে বলা হয়েছে, গ্যাসকূপ খনন ও পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের স্বীকৃত নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হয়নি। ঝুঁকি ব্যবস্থাপনায় ঘাটতি, পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি না থাকা এবং অদক্ষ তত্ত্বাবধানের কারণেই টেংরাটিলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, এটি কেবল আর্থিক ক্ষতিপূরণ নয়; আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক আইনি সাফল্য।

নয়া দিগন্ত

আজকের পত্রিকার প্রধান খবর— ২ হাজার একর জমি বেহাত

এই প্রতিবেদনে সারাদেশের সাত হাজার ৯৮টি বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার একর জমি বেহাত হওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) প্রতিবেদনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জমি বেদখলের এই চিত্র উঠে এসেছে।

২০২১-২২ থেকে ২০২৪-২৫ পর্যন্ত অর্থাৎ পাঁচ অর্থবছরে করা নিরীক্ষার তথ্য রয়েছে এই প্রতিবেদনে।

জমি বেহাত ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদ, অবৈধ নিয়োগ, তথ্য গোপন করে বেতন উত্তোলন, প্রাপ্যতার অতিরিক্ত উত্তোলনসহ বিভিন্ন কারণে ৪১৯ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৩৬৯ টাকার বেশি অনিয়মও ধরা পড়েছে অধিদপ্তরের এই নিরীক্ষায়।

অনিয়ম করা ওই অর্থ আদায় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

আজকের পত্রিকা

কালের কণ্ঠের দ্বিতীয় প্রধান খবর— সরকারের ঋণ বেড়ে ২৪ লাখ কোটি টাকা

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট দেশি ও বিদেশি ঋণের পরিমাণ প্রায় ২৩ লাখ ৯৪ হাজার ৭১০ কোটি টাকায় পৌঁছেছে।

এর মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ১৩ লাখ ৬৭ হাজার ৮৬৪ কোটি টাকা এবং দেশি ব্যাংক খাত থেকে নেওয়া ঋণ ১০ লাখ ২৬ হাজার ৮৪৬ কোটি টাকা।

ইআরডির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৩৪ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৮ শতাংশ বেড়েছে।

গত পাঁচ বছরে এই ঋণ বেড়েছে প্রায় ৪৬ শতাংশ; ২০২০-২১ অর্থবছরে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৫০.৮৮ বিলিয়ন ডলার।

এদিকে, দেশি ঋণও বেড়েছে। গত অর্থবছরের ১০.৭৬ ট্রিলিয়ন টাকা থেকে বেড়ে এটি বর্তমানে ১১.৯৫ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে।

২০২১ সালে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল ৭.২২ ট্রিলিয়ন টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের ঋণ ব্যবস্থাপনায় আরো শৃঙ্খলাবদ্ধতা, প্রকল্প যাচাই ও বাস্তবায়ন দক্ষতা বৃদ্ধি, রাজস্ব আহরণে ত্বরান্বিত ব্যবস্থা এবং রপ্তানি আয় সম্প্রসারণে মনোযোগ না দিলে দীর্ঘ মেয়াদে ঋণ টেকসই রাখা কঠিন হবে।

কালের কণ্ঠ

দেশ রূপান্তরের প্রধান খবর— ঢিলেঢালা পুলিশে উদ্বেগ

এই খবরে বলা হয়েছে, ভোটের প্রচারণায় প্রথম কদিন বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির নেতাদের কথার লড়াই জমে উঠলেও ধীরে ধীরে সেটা নির্বাচনী সহিংসতায় রূপ নিচ্ছে।

এর মধ্যে সহিংসতার অনেক ঘটনায় পুলিশ অনেকটা নীরব দর্শক।

গত বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। যে ঘটনায় জামায়াতের একজন নেতা নিহত হয়েছেন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণায় কমপক্ষে ৪২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩৫৩ জন।

আর নির্বাচনী তফসিল ঘোষণার পর ১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৬৫টি রাজনৈতিক সংহিসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৫৫৫ জন আহত হয়েছে।

দেশ রূপান্তর

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান সংবাদ— Bangladesh appoints UK law firm for int'l arbitration against Adani; অর্থাৎ আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক বাংলাদেশ যুক্তরাজ্যের আইনি সংস্থাকে নিযুক্ত করলো বাংলাদেশ।

এতে বলা হয়েছে, কয়লার মূল্য নির্ধারণ এবং শুল্ক নিয়ে আদানি পাওয়ারের সাথে বিরোধ নিষ্পত্তি করতে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশি কেন্দ্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রতিনিধিত্ব করতে যুক্তরাজ্যের একটি আইনি সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিপিডিবি চেয়ারম্যান মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মনোনীত প্রতিনিধিদের নাম সালিশি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়োগ করা আইনি সংস্থাটি হলো থ্রি ভেরুলাম বিল্ডিং, যার নেতৃত্বে আছেন কিংস কাউন্সেল ফারহাজ খান।

তিনি বেশ কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় পর্যালোচনা কমিটিকে পরামর্শ দিয়ে আসছেন।

এছাড়া, দেশীয় আরও দুইজন বিশেষজ্ঞকেও নিয়োগ করেছে বিপিডিবি, তাদের মধ্যে একজন বিদ্যুৎ খাতের এবং অন্যজন সুপ্রিম কোর্টের আইনজীবী।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ইংরেজি দৈনিক নিউ এইজের প্রধান শিরোনাম— Ords okayed to curb domestic violance, sexual harassment; অর্থাৎ পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানি রোধে অধ্যাদেশের অনুমোদন।

এই খবরে বলা হয়েছে, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে পৃথক দুই অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভায় খসড়া দুইটি অনুমোদন পেয়েছ।

এর মধ্যে 'কর্মক্ষেত্র-শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬'-এর খসড়ায় চারটা অধ্যায় এবং ২০টি ধারা রয়েছে। এই খসড়ায় শারীরিক, মৌখিক, মানসিক, ইঙ্গিতপূর্ণ ও ডিজিটাল স্পেসের আচরণকে যৌন হয়রানি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ধরনের অভিযোগ পাওয়ার পর ৯০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, 'পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬' এর খসড়ায় সাতটি অধ্যায়ে ৩০টি ধারা রয়েছে।

এই অধ্যাদেশে 'পারিবারিক সহিংসতা'র সংজ্ঞায় শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন , যৌন আচরণ / নির্যাতন ও আর্থিক নির্যাতন— সবই আওতাভুক্ত করা হয়েছে।

অধ্যাদেশে বিচারপ্রক্রিয়া দ্রুত করতে নির্ধারিত সময়সীমা নিরূপণ করা হয়েছে। যা ৬০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউ এইজ

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যার মধ্যে বরাদ্দ বৃদ্ধির কথা বলছে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বরাদ্দ বৃদ্ধির প্রতিশ্রুতি ইতিবাচক হলেও চিকিৎসা ব্যবস্থার টেকসই উন্নয়ন ও গুণগত মান উন্নয়ন নিয়ে এখনো সুস্পষ্ট পরিকল্পনার কথা উঠে আসেনি।

বিভিন্ন দিকনির্দেশনা থাকলেও সেগুলো কীভাবে বাস্তবায়ন হবে, তা-ও পরিষ্কার নয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান একাধিক বক্তৃতায় বলেছেন, তার দল সরকার গঠনের সুযোগ পেলে দেশের কোনো জেলা-ই মেডিকেল কলেজবিহীন থাকবে না।

৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল করা হবে।

৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক এবং পাঁচ বছরের নিচে শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে।

বিএনপি স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা আছে। পাশাপাশি 'সবার জন্য স্বাস্থ্য' ও 'বিনাচিকিৎসায় কোনো মৃত্যু নয়' নীতি গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে। দলটি স্বাস্থ্য কার্ড চালুর অঙ্গীকারও করেছে।

এছাড়া আছে, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আদলে একটি 'সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা' চালুর প্রতিশ্রুতি।

এনসিপি তাদের নির্বাচনী অঙ্গীকার ইশতাহারে জাতীয় ইলেকট্রনিক হেলথ রেকর্ড (এএইচআর), ইউনিক হেলথ আইডি, জিপিএস-চালিত অ্যাম্বুলেন্স ব্যবস্থা, মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছে।

বণিক বার্তা