BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
সর্বশেষ আপডেট: 02 ফেব্রুয়ারী, 2010 - প্রকাশের সময় 18:11 GMT
বন্ধুকে ইমেইল করুনছাপার উপযোগী সংস্করণ
পাইপ বসানোর কাজ বন্ধের নির্দেশ
Dhaka Botanical Garden
ঢাকায় জাতীয় উদ্ভিদ উদ্যান
বাংলাদেশের রাজধানী ঢাকায় বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান ও ঢাকা চিড়িয়াখানার ভেতর দিয়ে ড্রেজিং পাইপলাইন বসানোর কাজ চার সপ্তাহের জন্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৻

এই কাজ কেন বেআইনী হবে না তার কারণ জানাতেও সরকারকে দু`সপ্তাহের সময় বেধে দেয়া হয়েছে৻

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা একটি রিটের ব্যাপারে আদালত মঙ্গলবার এই আদেশ দিয়েছে৻

রিট আবেদনকারীরা বলছেন যে ঢাকার মিরপুর এলাকায় বেসরকারি একটি আবাসন প্রকল্পের জন্যে জমি ভরাট করার উদ্দেশ্যে সেখানে এই পাইপলাইন বসানো হচ্ছিলো৻

এ বিষয়ে প্রথম খবর বেরিয়েছিল সংবাদপত্রে৻ তাতে বলা হয়েছিল যে ঐ আবাসন প্রকল্পে জমি ভরাট কাজের জন্যে বোটানিক্যাল গার্ডেন ও ঢাকা চিড়িয়াখানার ভেতর দিয়ে ড্রেজিং পাইপলাইন বসানোর ব্যাপারে পরিবেশ মন্ত্রনালয় অনুমতি দিয়েছে৻

সংবাদপত্রে প্রকাশিত ঐ খবরের সূত্র ধরে জনস্বার্থ বিষয়ক এই রিট আবেদনটি দায়ের করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির আইনজীবী মনজিল মোরশেদ৻

মিঃ মোরশেদ বলেন যে নদী থেকে বালু এনে আবাসন প্রকল্পের জমি ভরাট করার কাজের জন্যে পাইপলাইন বসানোর কারণে বোটানিক্যাল গার্ডেনের অনেক গাছ-পালা কাটার আশংকা ছিল, এবং একই সাথে যেখানে গাছ-পালা বেড়ে ওঠার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে বলে তাঁরা মনে করেন৻

এছাড়া পাশের লেকটি – যেখানে শীতকালে অনেক অতিথি পাখি আশ্রয় নেয় – সেখানকার নিরিবিলি পরিবেশও বিঘ্নিত হবে বলে তিনি যুক্তি তুলে ধরেন৻

মিঃ মোরশেদ বলেন যে সরকারি এই অনুমতি বাংলাদেশের জলাধার আইনের পরিপন্থী, কারণ এই আইনে বলা হয়েছে যে কোন ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে কোন উদ্যানের পরিবেশ নষ্ট করা যাবে না কিংবা উদ্যান এলাকা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না৻

তিনি বলেন যে বোটানিক্যাল গার্ডেনের ওপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করা ছাড়া কোন ভাবেই ঐ পাইপলাইন বসানো সম্ভব নয়৻

ঢাকার বোটানিক্যাল গার্ডেনটি বাংলাদেশের সবচেয়ে বড় উদ্যান৻ সেখানে বিশ্বের বিভিন্ন দেশের নানা প্রজাতির গাছ-গাছালী রয়েছে এবং ঢাকা ছাড়াও বাংলাদেশের নানা প্রান্তের মানুষের কাছে এটি বিনোদনের একটি জায়গা হিসেবে পরিচিত৻

সর্বশেষ সংবাদ
বন্ধুকে ইমেইল করুনছাপার উপযোগী সংস্করণ
RSS News Feed
BBC Copyright Logo^^ পাতার শুরুতে
প্রথম পাতা|বিশেষ আয়োজন|অনুষ্ঠান|বেতার তরঙ্গ|আবহাওয়া
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
আমাদের সম্পর্কে|যোগাযোগ|সাহায্যের বোতাম|গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি