BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
সর্বশেষ আপডেট: 02 ফেব্রুয়ারী, 2010 - প্রকাশের সময় 17:35 GMT
বন্ধুকে ইমেইল করুনছাপার উপযোগী সংস্করণ
আপীলের আবেদন খারিজ
supreme court
আপীলের আবেদন খারিজ করা হলেও সুপ্রিম কোর্ট সংশোধনী ও পর্যবেক্ষণ দেওয়ার কথা বলেছে
বাংলাদেশে সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলো তার বিরুদ্ধে আপীলের অনুমতি চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ৻ তবে আবেদন খারিজ করার এই রায়ে কিছু সংশোধনী এবং পর্যবেক্ষণ দেওয়ার কথাও বলা হয়েছে৻

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি চেয়ে ওই আবেদন করেছিলেন প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন ও তিনজন আইনজীবী৻

সরকারের প্রধান কৌশুলি এটর্নি জেনারেল মাহবুবে আলম রায়ের পর বলেছেন, আপীল বিভাগের এই রায়ের মাধ্যমে দেশের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি বিরাট বিজয় অর্জিত হয়েছে৻ এর ফলে ভবিষ্যতে সামরিক শাসন আসার পথ বন্ধ হয়ে গেলো৻

তবে বিপক্ষের আইনজীবীরা বলছেন যে, আপীলের অনুমতির আবেদন খারিজ করা হলেও কিছু সংশোধনী ও পর্যবেক্ষণ দেওয়ার কথা উল্লেখ করায় আবেদনের পক্ষের কিছুটা যথার্থতা এসেছে বলে তারা মনে করেন৻

আপীল আবেদনকারীদের আইনজীবী মওদুদ আহমেদ বলেন, এর ফলে পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলো সেটা সম্পূর্ণভাবে পূনর্বহাল হলো না৻

সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিলো ১৯৭৫ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সময়ের সামরিক শাসনকে৻ আর এই সংশোধনীকে অবৈধ বলে হাইকোর্ট রায় দিয়েছিলো ২০০৫ সালের আগস্ট মাসে৻

ঢাকায় একটি সিনেমা হলের মালিকানা নিয়ে ১৯৭৭ সালে সরকারের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে এক রীট মামলাকে কেন্দ্র করে সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়টি আদালতে আসে৻

হাইকোর্টের রায়ের সময় ক্ষমতায় ছিলো বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট৻ তখন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীলের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিলো৻ কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের ওই আপীলের অনুমতির আবেদন প্রত্যাহার করে নেয়৻

সর্বশেষ সংবাদ
বন্ধুকে ইমেইল করুনছাপার উপযোগী সংস্করণ
RSS News Feed
BBC Copyright Logo^^ পাতার শুরুতে
প্রথম পাতা|বিশেষ আয়োজন|অনুষ্ঠান|বেতার তরঙ্গ|আবহাওয়া
BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
আমাদের সম্পর্কে|যোগাযোগ|সাহায্যের বোতাম|গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি