|
ঢাকায় এলাকাভেদে আলাদা ছুটি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে রাজধানী ঢাকাকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা সাপ্তাহিক ছুটির দিন ঠিক করে দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদের এক সভায় এলাকাভিত্তিক ছুটির এই সময়সূচি নির্ধারণ করা হয় ৻ এর ফলে সপ্তাহের প্রতিদিনই ঢাকার কোন না কোন অঞ্চলে দোকানপাট বা শপিং মল বন্ধ থাকবে ৻ নতুন ভাগ করা অঞ্চল-১ এ শুক্রবার পূর্ণ দিবস এবং শনিবার অর্ধদিবস ছুটি থাকবে। অঞ্চল-২ এ রোববার পূর্ণদিবস এবং সোমবার অর্ধদিবস ছুটি। অঞ্চল-৩ এ ছুটি বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস। অঞ্চল-৪ মঙ্গলবার পূর্ণ দিবস এবং বুধবার অর্ধদিবস, অঞ্চল-৫ বৃহস্পতিবার পূর্ণ দিবস এবং শুক্রবার অর্ধদিবস ছুটি। অঞ্চল-৬ এ রোববার পূর্ণদিবস এবং সোমবার অর্ধদিবস ছুটি থাকবে। অঞ্চল-৭ বুধবার পূর্ণদিবস এবং বৃহস্পতিবার অর্ধদিবস ছুটি। অঞ্চল ২ ও ৬ এবং অঞ্চল ৩, ৫ একই দিনে ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দোকান এই সরকার নির্ধারিত ছুটির আওতায় পড়বেনা ৻ সরকার আশা করছে, অঞ্চলভিত্তিক ছুটির সিদ্ধান্ত কার্যকর হলে রাজধানীতে যানজট ও বিদ্যুত সংকট কিছুটা কমে আসবে ৻ তবে, রাজধানীর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং নগরবিদরা বলছেন, যানজট নিরসনে সরকারের এই পদক্ষেপ তেমন কোন কাজেই আসবেনা ৻ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||