|
সেনা কর্মকর্তাদের শাস্তি দিল ইসরায়েল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ইসরায়েল গত বছর গাযায় সংঘাত চলাকালে সাদা ফসফরাসের গোলা ছোঁড়ার দায়ে তাদের দুজন উর্ধ্বতন সেনা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা প্রকাশ করেছে ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্ণেল পদমর্যাদার ঐ দুজন কর্মকর্তা গাযা সিটিতে জাতিসংঘের মূল গুদামের দিকে সাদা ফসফরাসের গোলা ছুঁড়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করবার দায়ে দোষী সাব্যস্ত হন ৻ গাযা ভূখন্ডে যুদ্ধের সময় বেসামরিক লোকজনের জীবন বিপন্ন করার জন্য ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছিল এই মর্মে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে অভিযোগ করেছিল, ইসরায়েল, আংশিকভাবে হলেও, এই প্রথম তা স্বীকার করল৻ গাযা শহরে জাতিসংঘের মূল গুদামে ফসফরাসের গোলা এসে পড়ে এবং গুদামটি জ্বলে যায়৻ বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা পল উড বলছেন এই সংঘর্ষে এটা ছিল অন্যতম ন্যাক্কারজনক ঘটনা৻ জাতিসংঘ এই ঘটনার তীব্র নিন্দা করেছিল৻ তবে ইসরায়েল এক তদন্তের পর প্রথমে বলেছিল সে কোন অন্যায় করেনি৻ এখন জাতিসংঘ সাধারণ পরিষদকে দেয়া ইসরায়েলের এক রিপোর্টে বলা হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকার কাছে এ রকম হামলা করা যাবে না এই নিয়ম লংঘন করে এ ধরণের কয়েকটি গোলা ছোঁড়া হয়েছিল৻ ইসরায়েল সরকারের মুখপাত্র মার্ক রেগেভ বলছেন সেজন্য দুজন অফিসারকে শুধুমাত্র তিরস্কার করার সিদ্ধান্ত নেয়া হয় কারণ তাদের বিরুদ্ধে ফৌজদারী অপরাধের যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি৻ জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সপ্তাহে গাযায় যুদ্ধ সম্পর্কে তার রিপোর্ট সাধারণ পরিষদের কাছে পেশ করবেন৻ এটি প্রস্তুত করেছেন জাতিসংঘের যুদ্ধাপরাধ বিষয়ক বিচারক রিচার্ড গোল্ডস্টোন৻ গোল্ডস্টোন রিপোর্টে বলা হয়েছে ইসরায়েল এবং হামাস গোষ্ঠি উভয়েই যুদ্ধাপরাধ করেছে৻ হামাস বলেছে তার বাহিনী উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক লোকজনের ওপর রকেট হামলা করেনি৻ আর, এক ইসরায়েলী কর্মকর্তা বলেছেন ইসরায়েলী বিচার ব্যবস্থা কেন বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ তা ব্যাখ্যা করার জন্যই জাতিসংঘের কাছে তারা রিপোর্ট জমা দিয়েছে, গোল্ডস্টোন রিপোর্টের জবাব দেবার জন্য না ৻ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||