তাজিয়া মিছিলে বোমা, একজন নিহত

তাজিয়া মিছিলে বোমা, একজন নিহত
ছবির ক্যাপশান, বোমা বিস্ফোরণের ঘটনাস্থল হোসনি দালান চত্বরটি ঘিরে রেখেছে পুলিশ।

বাংলাদেশে ঢাকায় আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলার সময় পুরনো ঢাকা হোসেনী দালান চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিজুল হক।

এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানান তিনি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত দুইটার দিকে তাজিয়া মিছিল বের করারি প্রস্তুতির সময় হোসেনী দালন চত্বরে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়াও কালো স্কসটেপ দিয়ে পেচানো অবিস্ফোরিত আরও দুটো বোমা পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মো: আজিজুল হক।

মি: হক জানান, বোমাগুলো গ্রেনেড জাতীয়।

সন্দেহজনকভাবে তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কারা , কিভাবে এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোন ধারণা দিতে পারেনি পুলিশ।

বোমা বিস্ফোরণের ঘটনা বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আজিজুল হক।

তবে পুলিশ বলছে তাজিয়া মিছিল উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল যা এর আগে কখনও নেয়া হয়নি।

ইসলাম ধর্মের নবী মুহাম্মদের দৌহিত্র ইমাম হোসাইন স্মরনে হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে আশুরা পালন করে থাকে ইসলাম ধর্মাবলম্বীরা । মূলত শিয়া সম্প্রদায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে ।

আজ আশুরা উপলক্ষেই তাজিয়া মিছিলের জন্য মধ্যরাতের পর শিয়া ধর্মাবলম্বীরা জড়ো হচ্ছিলেন হোসেনী দালান চত্বরে।