রাজনৈতিক সঙ্কট সমাধানে দুটো দলই আলোচনা চালিয়ে যেতে রাজি: জাতিসংঘ

বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কট নিরসনে দুটো দলই আলোচনা চালিয়ে যেতে রাজি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো।
জাতিসংঘের সহকারী মহাসচিব তার সফর শেষ করার আগে আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
এর আগে গত পাঁচদিন ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী নেত্রী খালেদা জিয়া, নির্বাচন কমিশনসহ বিভিন্ন পক্ষের সাথে দফায় দফায় বহু বৈঠক করেছেন।
তবে উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের সমঝোতা অর্থাৎ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে সেবিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।
তিনি বলেছেন, সমস্যা সমাধানের উপায় বাংলাদেশের মানুষজনকেই খুঁজে বের করতে হবে।
সংবাদ সম্মেলনে মি. তারানকো বলেন, সঙ্কট সমাধানে সংলাপের কোন বিকল্প নেই।
তিনি বলেন, 'অচলাবস্থা কাটাতে দুটো দলের মধ্যে কোনো আলোচনা হচ্ছিলো না। জাতিসংঘের কাছে সেটা ছিলো বড়ো ধরনের উদ্বেগের বিষয়।'
কিন্তু তার উপস্থিতিতে দুটো দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এটা একটা ইতিবাচক ঘটনা।
তিনি জানান, এই আলোচনা শুরু করাটাই ছিলো তার এই সফরের উদ্দেশ্য।

‘প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে সদিচ্ছা ও সমঝোতার মানসিকতা থাকলে সঙ্কট সমাধান সম্ভব।’
মি. ফার্নান্দেজ তারানকো বলেছেন, জাতিসংঘ বিশ্বাস করে বাংলাদেশে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব।
তিনি জানান যে বিবদমান দুটো দলের নেতারা তাকে জানিয়েছেন সঙ্কট নিরসনের লক্ষ্যে তারা আলোচনা চালিয়ে যাবেন।
সংবাদ সম্মেলনে তিনি এই সফরকালে কার কার সাথে বৈঠক করেছেন তার একটি তালিকা তুলে ধরেছেন।
এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী, নির্বাচন কমিশন, প্রধান দুটো রাজনৈতিক দলের নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সুশীর সমাজের প্রতিনিধি।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে উত্তেজনা বাড়ছে, মানুষজনের নিরাপত্তাও হুমকির মুখ পড়েছে যা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করছে।
অব্যাহত সহিংসতা বন্ধ করার জন্যে তিনি সকল পক্ষের প্রতি আহবান জানিয়েছেন।
মি. ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে সরকারি ও বিরোধী দলের মধ্যে দুটো বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই, তার চলে যাওয়ার পর।








