ফটো গ্যালারি: ডলফিন, বাঘ আর কচ্ছপ যখন ছবির ফোকাস

দুই হাজার তেইশ সালের নেচার ইনফোকাস ফটোগ্রাফি অ্যাওয়ার্ড এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এই প্রতিযোগিতায় পনেরশোরও বেশি অংশগ্রহণকারী ২৪০০০ ছবি পাঠিয়েছেন। অ্যানিমাল বিহেভিয়ার, অ্যানিমাল পোরট্রেইটস, কনজারভেশন ফোকাস, ক্রিয়েটিভ নেচার ফটোগ্রাফি, ওয়াইল্ডস্কেপ অ্যান্ড অ্যানিমালস ইন দেয়ার হ্যাবিট্যাট এবং পোর্টফোলিও - বিভাগে বছরের সেরা ফটোগ্রাফার নির্বাচন করা হয়েছে। এই প্রতিযোগিতায় বিজয়ী কিছু ছবি নিয়েই এবারের আয়োজন।

অ্যানিমাল বিহেভিয়ার বা জীবজন্তুর আচরণ

অবিনাশ পিসি ভারতের কেরালার কান্নুরে একটি পিঁপড়া ও মধু-নিঃসরণকারী অ্যাফিডস নামে এক ধরণের পোকার এই ছবিটি তুলে প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন।

স্পেশাল মেনশন ক্যাটাগরিতে রয়েছেন স্পেনের ফটোগ্রাফার মার্শে লবেরা, যিনি কোস্টারিকার কাছে প্রশান্ত মহাসাগরে স্পিনার ডলফিনের এই দলটির ছবি তুলেছেন।

অ্যানিমাল পোরট্রেইটস

বাদামী বর্ণের এই বুবি নামের সামুদ্রিক পাখি তাদের জীবনের একটি বড় অংশই কাটায় খোলা সমুদ্রে।

সুলিমান আল আতিকি এই পাখিটির ছবি তুলতে সক্ষম হন যেটি কিছুক্ষণ পরপরই পানির নিচে মাথা ডুবাচ্ছিল। ফটোগ্রাফার এই পাখিটির শিকারের দৃষ্টিকোণ থেকে এই ক্লোজ-আপ পোরট্রেইট ছবিটি তুলেছেন।

ক্রিশ্চিয়ান জিগলারের এই ছবিটিতে একটি বনোবো শিম্পাঞ্জি একটি বেজির বাচ্চাকে ধরে আছে। এটি কঙ্গো গণপ্রজাতন্ত্রের সালোঙ্গা ন্যাশনাল পার্কের কাঝে লুইকোটাল এলাকা থেকে তোলা হয়েছে।

শিম্পাঞ্জিটি পরে বেজির বাচ্চাটিকে কোন ক্ষতি না করেই ছেড়ে দেয়।

কনজারভেশন ফোকাস

হিরেন পাগির ছবির লক্ষ্য হচ্ছে এমন একটি অবস্থাকে সামনে নিয়ে আসা যেখানে কুমির ও মানুষ সহাবস্থান করে।

ভারতের গুজরাটের ভাদোদারার কাছে এই নদীটি আবর্জনায় পূর্ণ হয়ে গেছে যা তাদের আবাস্থলকে হুমকির মুখে ফেলেছে এবং পানিও দূষিত করছে।

অলিভ রিডলি সি টার্টল নামে এক ধরণের সামুদ্রিক কচ্ছপের সাঁতার কেটে জালের ফাঁক গলিয়ে বেরিয়ে যাওয়া প্রচেষ্টার এই ছবিটি তুলে স্পেশাল মেনশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন জশুয়া বার্টন।

ফটোগ্রাফার এটিকে মুক্ত করে দেন।

ক্রিয়েটিভ নেচার ফটোগ্রাফি

অর্কপ্রভ ঘোষ বহুবর্ষজীবী ভাল্লি লতায় সারি ধরে থাকা এই গঙ্গাফড়িংয়ের ছবি তুলেছেন যেগুলোকে দেখতে একটি পুষ্পমঞ্জরী বা একগুচ্ছ ফুলের মতোই মনে হচ্ছে।

এই গঙ্গাফড়িংগুলো শিকারীর হাত থেকে বাঁচার জন্য ছদ্মবেশ নিতে তাদের লেজগুলো একসাথে উঁচিয়ে ধরেছে।

খাঁড়া হয়ে থাকা ওই লোমগুলো হচ্ছে স্লাগ মথের উজ্জ্বল বর্ণের সুরক্ষা লোম। গ্লিটারের মতো বস্তুগুলো ছত্রাকের পরাগায়ণের জন্য নিঃসরণ করা রেণু।

ফটোগ্রাফার অনির্বাণ দত্ত যখন এই মথগুলোকে পরাগায়ণের জন্য নিঃসরণ করা ছত্রাকের রেণুর পাশে দেখতে পান তখন এই ছবি তোলার সুযোগটি হাতছাড়া করতে চাননি।

ওয়াইল্ডস্কেপ অ্যান্ড অ্যানিমালস ইন দেয়ার হ্যাবিট্যাট

নুবিয়ান আইবেক্স নামে মরুভূমির এই ছাগলগুলোর জন্য পাথুরে পাহাড়ই ঘর।

নিজেদের মনোমুগ্ধকর শিং দেখানোর মাধ্যমেই তাদের আধিপত্য প্রদর্শন শুরু হয়। এমন চিত্র ইসরায়েলের জিন মরুভূমি থেকে ধারণ করেছেন অমিত ইশেল।

ভারতের রাজস্থানের রানথামবোর ন্যাশনাল পার্কে বাঘের এই ছবিটি দিয়ে স্পেশাল মেনশন ক্যাটাগরি জিতে নেন অমিত ভিয়াস।

পোর্টফোলিও- বছরের সেরা ফটোগ্রাফার

শ্রিকান্থ মান্নেপুরির এই ছবিটি পোর্টফোলিও ক্যাটাগরিতে পুরষ্কার জিতে নেয় যেখানে ম্যানগ্রোভ বন এবং এর নানা প্রজাতির মাছ, পাখি এবং সরীসৃপের এই বাসস্থানের প্রতি হুমকির চিত্র তুলে ধরা হয়ছে।

ড্রোন থেকে তোলা এই ছবিটি ফটোগ্রাফার অন্ধ্রপ্রদেশের ম্যানগ্রোভ বনের একটি চিত্র তুলে এনেছেন যেখানে তিনি অসাধারণ এই বাস্তুসংস্থানের প্রতি হুমকির মাত্রাটি দেখানোর চেষ্টা করেছেন।

ইয়াং ফটোগ্রাফার

ভারতের মধ্যপ্রদেশের সাতপুরা ন্যাশনাল পার্কের ঘন জঙ্গলে এক জোড়া বাজপাখির মৌমাছির চাকে হানা দেয়ার চিত্র এটি।

প্রনব মাহেন্দ্র বন্যপ্রাণী ফটোগ্রাফার হিসেবে খুব তরুণ বয়স থেকে যাত্রা শুরু করেন প্রকৃতি এবং বন্যপ্রাণী সম্পর্কে তার অসীম আগ্রহের কারণে।

অর্নব দেশপাণ্ডে ১৭-বছর বয়সী একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার যিনি গত পাঁচ বছর ধরে তিনি তার দক্ষতা শানিয়ে নিচ্ছেন।

এক বৃষ্টির রাতে, তরুণ এই ফটোগ্রাফারই ওপিলিয়ন মাকড়শাকে দেখতে পান একটি ফাটলে আশ্রয় নিতে, বৃষ্টির ফোটাগুলো তখন তার পা বেয়ে পড়ছিলো।

সব ছবির স্বত্ত্বাধিকারী নেচার ইনফোকাস ফটোগ্রাফি অ্যাওয়ার্ড।