রাজা তৃতীয় চার্লসের ঐতিহাসিক অভিষেকের অবিস্মরণীয় কিছু ছবি

লন্ডন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানে রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরানো হয়েছে। যুক্তরাজ্যে গত ৭০ বছরে এটি ছিল এ ধরনের প্রথম অনুষ্ঠান।

রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরানোর পর পরই ওয়েস্টমিনস্টার অ্যাবির ভেতরে এবং বাইরে "গড সেভ দ্য কিং" ধ্বনি শোনা যায়।

যুক্তরাজ্য জুড়ে তোপধ্বনি দিয়ে এবং ওয়েস্টমিনস্টার অ্যাবির ঘণ্টা দুই মিনিট ধরে বাজিয়ে এই মূহূর্তটি উদযাপন করা হয়। হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দিতে বাকিংহাম প্রাসাদ এবং ট্রাফালগার স্কয়ারের মাঝখানের প্রশস্ত সড়কটিকে সমবেত হয়েছিলেন

পিতামহের লাল মখমলের পোশাক পরে শপথ নিয়েছেন রাজা চার্লস, এরপর তার মাথায় সেন্ট এডওয়ার্ডের 'রাজমুকুট' পরে অভিষেক হবার আগে পবিত্র তেল লেপন করা হয় তাকে।

রাজা চার্লসের অভিষেকের কিছুক্ষণ পরই তাঁর স্ত্রী ক্যামিলার অভিষেক হয় রানি হিসেবে। সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে কুইন মেরির মুকুট পরানো হয় কুইন কনসোর্ট ক্যামিলাকে। তিনি কোনও শপথ নেননি।

অভিষেকের আনুষ্ঠানিকতা শেষে রাজা চার্লস এবং রানি ক্যামিলা একটি সোনালি স্টেট কোচে বাকিংহাম প্রাসাদে ফিরে যান।

এরপর রাজা চার্লস রাজমুকুট পরে বাকিংহাম প্যালেসের বারান্দায় আসেন প্রাসাদের সামনের জড়ো হওয়া জনতাকে দেখা দিতে, তার সাথে রাজপরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

ডাচেস অব সাসেক্স মেগানকে ছাড়াই অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রিন্স হ্যারি।

প্রিন্স লুইসের 'সিগনেচার' অভিব্যক্তি দেখা গেছে পুরো অনুষ্ঠানজুড়েই।

অভিষেক অনুষ্ঠান শেষে নতুন রাজা-রানি সোনালি স্টেট কোচে বসে যে রাস্তা ধরে গিয়েছেন তার দু'পাশে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। নতুন রাজা-রানিকে দেখাই ছিল তাদের উদ্দেশ্য।

তবে এই অনুষ্ঠানের সময় রাজতন্ত্রবিরোধী বিক্ষোভও দেখা গেছে। অন্তত ছয় বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

অনুষ্ঠানের দিন মেট্রোপলিটন পুলিশের প্রায় ১১ হাজার পাঁচশো সদস্য মোতায়েন করা হয়েছিল।

সব ছবির স্বত্ত্ব সংরক্ষিত।