টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: ভারত পাকিস্তান ম্যাচের আগে পাঁচটি আলোচনার বিষয়

ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি দলের দুই অধিনায়ক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, এতো উন্মাদনা ও ম্যাচ ঘিরে এতো আয়োজন ভেস্তে যেতে পারে যদি অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের খবর সত্যি হয়।
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা

বলা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ভারত ও পাকিস্তানের মধ্যকার আগামীকালের ম্যাচটি।

মেলবোর্নে বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্রিকেট দল, যারা মাঠে নামলে মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়ই বেশি উঠে আসে।

এটি হতে যাচ্ছে একটি বিশেষ ক্রিকেট ম্যাচ, যা নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগে থেকেই ছিল উন্মাদনা।

বিবিসি হিন্দি থেকে বিশ্বকাপ কভার করতে এখন মেলবোর্নে আছেন নিতিন শ্রীভাস্তাভা, তিনি লিখেছেন, "মাসখানেক আগে যখন এই ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল, অনলাইনে ১০ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়।"

অস্ট্রেলিয়ায় এবছরের সবচেয়ে বড় ম্যাচ

এই বছর অস্ট্রেলিয়ার মাটিতে ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি এবং রাগবির গ্র্যান্ড ফাইনালও আছে। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই দুটি স্পোর্টও এবারে ক্রিকেটের সাথে প্রতিযোগিতা করে পারছে না।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যারা কাজ করেন তারাও অবাক হয়ে গিয়েছিলেন যে তড়িৎগতিতে, 'এতো টিকিট কীভাবে বিক্রি হলো'।

মেলবোর্নের এই স্টেডিয়ামটিতে ৯০ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন।

এই ম্যাচটি দেখতে অস্ট্রেলিয়ায় থাকা পাকিস্তান ও ভারতের ক্রিকেট সমর্থকরা তো আসবেনই, এছাড়া বলিউড তারকা, নামকরা সব ব্যবসায়ীরা এবং সাবেক ক্রিকেটাররা মেলবোর্নের গ্যালারিতে বসবেন এই ম্যাচ দেখতে।

আসলে গোটা মেলবোর্নে নাকি এখন ভারত পাকিস্তান ম্যাচের আমেজ, অনেকে বলছেন মনেই হচ্ছে না এটা অস্ট্রেলিয়া।

দেয়ালে দেয়ালে ক্রিকেটারদের ছবিও আঁকা হয়েছে।

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

কিন্তু খেলা নাও হতে পারে....

এতো উন্মাদনা ও ম্যাচ ঘিরে এতো আয়োজন ভেস্তে যেতে পারে যদি অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের খবর সত্যি হয়।

সংস্থাটি বলছে, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদি বৃষ্টি হয় তবে এই ম্যাচ আর দেখা হবে না, কারণ এই টুর্নামেন্টে কোনও রিজার্ভ ডে রাখা হয়নি।

ভারত, পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অনুশীলনে ফুরফুরে মেজাজে ভারতের ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের বিবৃতিতে বলা হচ্ছে, "রবিবার বৃষ্টি হওয়ার ব্যাপারে আমরা ৯০ ভাগ নিশ্চিত। সকালে ও সন্ধ্যায় বিদ্যুৎ চমকানোসহ ঝড়ও হতে পারে।"

বিবিসি হিন্দির প্রতিনিধি নিতিন লিখেছেন, "শুক্রবার রাতে ও শনিবার সকালেও মেলবোর্নে বৃষ্টি হয়েছে। এখন আবহাওয়া গুমোট।"

তিনি কেবলমাত্র কোচ রাহুল দ্রাবিড়ের সাথে ভিরাট কোহলি ও ডিনেশ কার্তিককে দেখেছেন উইকেটের আশেপাশে অনুশীলন করতে।

পাকিস্তান ক্রিকেট দল পুরোদমে অনুশীলন করেছে সন্ধ্যায়।

খেলা না হলে কী হবে

যদি রবিবার বিকেলে মেলবোর্নে ১০-২৫ মিলিমিটার বৃষ্টিও হয় তবে দুই দলের জন্য ন্যুনতম ৫ ওভার বল করা সম্ভব হবে না।

সেক্ষেত্রে একটি করে পয়েন্ট ভাগাভাগি হবে।

এই ম্যাচটি ছাড়াও দলদুটি বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

কিন্তু সেসব ম্যাচ এখনও আলোচনার টেবিলে আসেনি।

কিন্তু মাঠে যদি শেষ পর্যন্ত খেলা হয় সেখানে কারা এগিয়ে থাকবে?

হার্দিক পান্ডিয়া

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হার্দিক পান্ডিয়া- পেস বোলিং অলরাউন্ডার

দুই দলই অলরাউন্ডারদের দিকে তাকিয়ে

এশিয়া কাপে ভারত ও পাকিস্তান এই বছর দুই ম্যাচে মুখোমুখি হয়েছে, এখন পর্যন্ত ১-১ সমতায় আছে।

প্রথম ম্যাচে ব্যাটে বলে পারফর্ম করে জিতিয়েছিলেন ভারতের হার্দিক পান্ডিয়া।

দ্বিতীয় ম্যাচে জিতিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ।

বলা যায় এই দুজন ক্রিকেটার এখন এই দুই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।

মেলবোর্নের বড় মাঠে বড় ছক্কা হাঁকাতে পারদর্শী হার্দিক পান্ডিয়া।

পাকিস্তানের আরেক অলরাউন্ডার শাদাব খানও পাকিস্তানের জন্য বড় সম্পদ।

শাদাবের রিস্ট স্পিন মেলবোর্নে ভালো কাজে দিতে পারে।

বড় মাঠে ফাস্ট বোলারদের বল মারার তুলনায় স্পিনারদের বল পেটানো কঠিন হয়ে যায়।

অনেক সময়ই ব্যাটসম্যানরা ছয় পেটাতে গিয়ে বাউন্ডারি লাইন অতিক্রম করতে পারেন না এবং জায়গামতো ফিল্ডার থাকলে সেটা ক্যাচে পরিনত হয়।

ভারত, পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নাওয়াজ- পাকিস্তানের নতুন ম্যাচ উইনার

দুই দলেরই টপ অর্ডার নিয়ে চিন্তা

ভারতের টপ অর্ডারে খেলবেন রোহিত-রাহুল এবং তিন নম্বরে ভিরাট কোহলি।

নিজেদের দিনে যেকোনও ম্যাচের হালচাল বদলে দিতে সক্ষম এই তিন ব্যাটসম্যান।

গত এক বছরে ভারতের টপ অর্ডারের স্ট্রাইক রেট

  • রোহিত শর্মা- ১৪৭ স্ট্রাইক
  • লোকেশ রাহুল- ১৩৮
  • ভিরাট কোহলি -১৩৯

এই তিনজন ভারতের ব্যাটিংয়ে ভালো শুরু এনে দেয়ার চেষ্টায় থাকবেন।

কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে এসব পরিসংখ্যান কাগুজে মনে হয়, যেমন ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত সেমিফাইনালে হেরে গিয়েছিল।

দুই হাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হারের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।

এরপর ২০২২ সালের এশিয়া কাপে ভারতের ক্রিকেট শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হেরে ফাইনালেই উঠতে পারেনি।

পাকিস্তানের ক্রিকেট পরিসংখ্যানবিদ মাজহার আরশাদ প্রশ্ন তুলেছেন, পাকিস্তান ম্যাচ জিতছে ঠিক কিন্তু টপ অর্ডার যেভাবে ব্যাট করছে, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এটা যথেষ্ট কি না সেটা ভেবে দেখা দরকার।

মি. আরশাদের বিশ্লেষণে উঠে এসেছে, ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান প্রথম চারটি টি-টোয়েন্টি ম্যাচে ২৭৯ বলে কোনও ছক্কা মারেনি।

এই সময় তাদের স্ট্রাইক রেট ছিল ১১৬।

শুরুর দিকে আরও রান প্রয়োজন বলে মনে করেন তিনি।

কখনো কখনো এই টপ অর্ডার যদি ফ্লপ করে, তবে দুশ্চিন্তার জায়গাটা মিডল অর্ডারও।

কারণ পাকিস্তানের মিডল অর্ডারে যেসব ব্যাটসম্যানের ওপর রানের গতি বাড়ানোর দায়িত্ব, তারা সময়মতো জ্বলে উঠতে পারছেন না