সামিউল আলম জাহেদ: চকের ভাস্কর্যে আড়াই হাজার বছরের ইতিহাস তুলে ধরতে চান যে শিল্পী

ভিডিওর ক্যাপশান, চক খোদাই করে আড়াই হাজার বছরের ইতিহাস তুলে ধরতে চান ভাস্কর সামিউল

অনেকটা ঝোঁকের বশে জ্যামিতি বক্সের কাঁটা কম্পাস দিয়ে চক খোদাই করতে থাকেন কুমিল্লার সামিউল আলম জাহেদ, পরে খেয়াল করলেন খোদাই করা চকে ফুটে উঠেছে একটি ভাস্কর্য। এইভাবে নিজের অজান্তে ভাস্কর্য তৈরি শুরু করেন তিনি।

শুরুতে মনের খোরাক মেটাতে আর বন্ধুদের আনন্দ দিতে বিভিন্ন সুপার হিরোর ভাস্কর্য বানাতেন, পরে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ভাস্কর্য এসবের মিনিয়েচার ভাস্কর্য বানাতে থাকেন চক দিয়ে।

এইভাবে ২০০০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নিজের বানানো মিনিয়েচার ভাস্কর্যগুলো অনেকটা অবহেলায় ড্রয়ারের মধ্যে ফেলে রেখেছিলেন সামিউল।

চারুকলার শিক্ষার্থী, সামিউলের বন্ধু শাকের এসব ফেলে রাখা ভাস্কর্য দেখে অবাক হন, সামিউলকে জানান এগুলো সাধারণ কাজ নয়, চাইলে এসব মিনিয়েচার ভাস্কর্য দিয়ে প্রদর্শনীতে অংশ নেওয়া সম্ভব।

সতের বছর পর সামিউল বুঝতে পারেন খেয়ালের বশে যে জিনিস তিনি বানিয়েছেন তা আসলে একটি শিল্প। পরে নিজের বানানো ৭২টি মিনিয়েচার ভাস্কর্য নিয়ে অংশ নেন জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে, জিতে নেন পুরস্কার।

সামিউলের আলমের নিজেকে ভাস্কর হিসেবে খুঁজে পাওয়ার সে গল্প শুনিয়েছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে, বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলায় আরো দেখুন: