নাইজেরিয়ার এই কিশোর জাদুশিল্পী যেভাবে সবার মন জয় করছে
নাইজেরিয়ার রাজধানী লাগোসের রাস্তায় একের পর এক জাদু দেখিয়ে মানুষের মন জয় করে চলেছে কিশোর জাদুশিল্পী বাবস কার্ডিনি।
উনিশ বছরের বাবস তার ৫ বছর বয়েস থেকেই জাদুর পাগল। আর ষোল বছরে সে রীতিমত জাদুর প্রদর্শনী শুরু করে দেয়।
তার স্বপ্ন, আগামী তিন বছরের মধ্যে সে বিশ্বের সেরা জাদুশিল্পীদের একজন হবে।