কাবা: ইসলামের পবিত্রতম ঘরের ক্যালিগ্রাফার বাংলাদেশের মোক্তার আলম সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন

ভিডিওর ক্যাপশান, যেভাবে কাবার ঘরের ক্যালিগ্রাফার হলেন বাংলাদেশি মোক্তার

সম্প্রতি সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশী মোক্তার আলম শুকদার, যিনি ইসলামের পবিত্রতম স্থান কাবা ঘরের গিলাফের ক্যালিগ্রাফার।

সৌদি সরকার নতুন নীতি অনুযায়ী, দক্ষ লোকজনদের দেশটির নাগরিকত্ব দেওয়ার বিধান শুরু করেছে - আর এতে করে প্রথম একজন বাংলাদেশী হিসেবে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন মোক্তার আলম।

১৯৬২ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মোক্তার আলম চার বছর বয়সেই বাবা-মায়ের সাথে সৌদি আরব চলে যান। সেখানেই তিনি কোরআনে হাফেজ হন এবং ক্যালিগ্রাফি শিখেন। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় তিনি ক্যালিগ্রাফি শিক্ষক হিসেবেও কাজ শুরু করেন।

গত ২০ বছরের বেশি সময় ধরে কাবা ঘরের গিলাফ-সহ হারেম শরিফে বিভিন্ন ক্যালিগ্রাফি করেছেন তিনি।

কীভাবে তিনি ইসলামের পবিত্র এই স্থানে কাজের সুযোগ পেয়েছেন, কীভাবে সৌদি নাগরিকত্ব লাভ করেছেন - তা নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার শাহনেওয়াজ রকির সাথে।

বিস্তারিত দেখুন এই ভিডিওতে ...

ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।

বিবিসি বাংলায় আর পড়ুন: