টিকবে না জেনেও ক্রোয়েশিয়ার নদীর চরে ছবি এঁকে চলেছেন যে শিল্পী
ক্রোয়েশিয়ার শিল্পী নিকোলা ফেলার নানা ধরণের চিত্রকর্ম এঁকে থাকেন সৈকতে।
যার আয়ুষ্কাল থাকে ভাটা থেকে জোয়ার পর্যন্ত। তাঁর মতে, শিল্পকর্মও প্রকৃতির অন্যসব উপাদানের মতোই পরিবর্তনশীল।
নিকোলা বিশ্বাস করেন শিল্প ধ্বংস হয় না, বরং আকার বদলায় মাত্র। বিস্তারিত দেখুন ভিডিওতে।