রিকশা আর্ট: হারিয়ে যেতে বসা এক রঙিন ঐতিহ্য

ভিডিওর ক্যাপশান, রিকশা আর্ট:হারিয়ে যেতে বসা এক রঙিন ঐতিহ্য

ঢাকা শহরে এক সময় বাহারি নানান রঙের রিকশার চল ছিল। সেসব রিকশাকে সাজিয়ে তোলার জন্য কাজ করতেন বিশেষ কিছু শিল্পী। কিন্তু ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই শিল্প।

অথচ এক সময় রিকশার পিছনে নানান ধরনের রঙিন চিত্রের মাধ্যেমে রিকশা পেইন্টাররা ফুটিয়ে তুলতেন সমাজের নানান দিক, মুক্তিযুদ্ধ, বন্যা, মিছিল মিটিং থেকে শুরু করে, সিনেমা, রাজনীতি কোনটাই বাদ যেতো না।

ডিজিটাল যুগের প্রিন্ট মেশিনের দাপটে কেমন আছে এই শিল্পীরা?

দেখুন শাহনেওয়াজ রকির প্রতিবেদনে