ক্রিকেট: মিরপুরে অনুশীলনে পতাকা ওড়ানো নিয়ে সমালোচনা, পাকিস্তান যা বলছে

দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার ছবি এটি, সাকলাইন মোশতাক প্রধান কোচ হওয়ার পরই পাকিস্তান পতাকা নিয়ে অনুশীলনে নামে

ছবির উৎস, PCB- Pakistan Cricket Board

ছবির ক্যাপশান, দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার ছবি এটি, সাকলাইন মোশতাক প্রধান কোচ হওয়ার পরই পাকিস্তান পতাকা নিয়ে অনুশীলনে নামে
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

মিরপুরের একাডেমি মাঠে জাতীয় পতাকা গেড়ে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন নিয়ে বিস্তর সমালোচনা, তর্ক-বিতর্ক হচ্ছে বাংলাদেশে।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন মন্তব্য না করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে, মাস দুয়েক ধরে অনুশীলনে পতাকা ওড়ানোর এই রীতিটি মেনে আসছে পাকিস্তান দল।

সামাজিক যোগাযোগের মাধ্যমে, যারা সমালোচনা করছেন তাদের অনেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ঐতিহাসিক টানাপোড়েনের কথা উল্লেখ করে অনুশীলনের সময় মাঠে পতাকা ওড়ানোকে একটা রাজনৈতিক বার্তা হিসেবে দেখতে চাইছেন। তবে অনেকেই আবার এটাকে খেলোয়াড়ি মেজাজে নেয়ার ব্যাপারেই আগ্রহী।

পাকিস্তান অবশ্য ঢাকায় এসেই প্রথম অনুশীলনে পতাকা ওড়াচ্ছে না। সেপ্টেম্বর মাসে পাকিস্তানের মাঠিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়েও অনুশীলন চলাকালে পতাকা মাঠের ভেতরে পতাকা গেড়ে নেয়া হতো।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিজ বিবিসি বাংলাকে বলেছেন, "প্রধান কোচ সাকলাইন মোশতাক এই রীতির প্রচলন করেন। পাকিস্তানের হাই পারফরম্যান্স দলের কোচ থাকা অবস্থাতেও তিনি এই রীতি মানতেন।"

এর আগে হাই পারফরম্যান্সের অনুর্ধ্ব ১৬ এবং অনুর্ধ্ব ১৯ দলের অনুশীলনে এমনটা দেখা গেছে।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

এই ছবিটি মিরপুর একাডেমি মাঠের

ছবির উৎস, Alamy

ছবির ক্যাপশান, এই ছবিটি মিরপুর একাডেমি মাঠের
Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of X post

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে মিসবাহ উল হক সরে দাঁড়ানোর পরে দায়িত্ব পান সাকলাইন মোশতাক।

মি. বাদিজ বিবিসি বাংলাকে বলেন, পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের সাথে যোগ দেয়ার পর তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই পতাকা গেড়ে খেলার প্রচলন শুরু করেন।

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই রীতি মেনে অনুশীলন করে পাকিস্তান দল।

এনিয়ে বিশ্বকাপ চলার সময়ে সাকলাইন মোশতাক বলেন, "এই দলটা একটা দেশের প্রতিনিধিত্ব করছে। পতাকা থাকলে মনে হয় ২২ কোটি লোক আমাদের সাথে আছে।"

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ এ নিয়ে কোন মন্তব্য করবে না বলে জানিয়েছে। তবে বোর্ডের চোখে পতাকা নেয়ার ব্যাপারটি 'একটি দলের নিজস্ব পরিচয়'।

আন্তর্জাতিক ক্রিকেট চলাকালে মাঠে বা অনুশীলনে পতাকা ব্যবহারে কোন সুনির্দিষ্ট আইন নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

এমনিতে দ্বিপাক্ষিক ম্যাচ চলাকালে বাংলাদেশসহ বিশ্বের যেসব মাঠে খেলা চলে সেসব মাঠে অংশগ্রহনকারী দেশদুটি এবং আয়োজক বোর্ডের পতাকা ওড়ানোর রীতি আছে।

দুদলের খেলোয়াড়েরাই ম্যাচ শুরুর আগে মাঠে দাঁড়িয়ে নিজ নিজ জাতীয় সঙ্গীতে গলাও মেলান।

২০১৪ সালে মিরপুরের মাঠে এশিয়া কাপ টুর্নামেন্ট চলাকালে দর্শক গ্যালারিতে বিদেশি পতাকার আধিক্য নিয়ে তীব্র সমালোচনার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দর্শকদের মাঠে প্রবেশের সময় ভিনদেশি পতাকা বহনে নিষেধাজ্ঞা দিয়েছিল।

যদিও এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল সমালোচনা হলে একদিন পরেই সেই নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড।