বৃষ্টি: তিন দিনের গুঁড়িগুঁড়ি বর্ষণ কি শীতের আগমনী বার্তা?

    • Author, সানজানা চৌধুরী
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

গত তিনদিনের মতো রবিবারও সকাল থেকে, ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝিরঝিরে বৃষ্টিপাত হচ্ছে। সোমবার পর্যন্ত এই বৃষ্টি স্থায়ী হতে পারে বলে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গিয়েছে।

টানা বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন কিছুটা শীত শীত অনুভূত হলেও, এখনই শীত পড়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে শুষ্ক থাকবে।

এমন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ায় কারণ হিসেবে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, পূবালী ও পশ্চিমা বায়ু অর্থাৎ পূর্ব দিক থেকে আসা শুষ্ক বায়ু এবং পশ্চিম দিক থেকে বয়ে আসা আর্দ্র বায়ুর সংযোগের কারণেই এমন টানা বৃষ্টিপাত হচ্ছে। যা সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া ২৪ ঘণ্টার বুলেটিন অনুযায়ী, বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় প্রায় ২৬ মিলিমিটারের মতো।

এছাড়া ঢাকায় ১১ মি.মি এবং ঈশ্বরদীতে ১৩ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শীত কবে নামবে?

বাংলা পঞ্জিকা অনুযায়ী বাংলাদেশে কার্তিক মাস শেষ হয়ে আসছে। এখনও শীত পুরোপুরি জেঁকে না বসলেও হালকা বৃষ্টিতে শীত শীত অনুভূত হচ্ছে।

অনেকে এই বৃষ্টিপাতকে শীতের আগমনী বার্তা হিসেবে দেখলেও এর সাথে শীতের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস।

তিনি পূর্বাভাস দিয়েছেন, নভেম্বর মাসের শেষের দিকে দেশের উত্তরাঞ্চলে এবং ডিসেম্বর মাসের প্রথমদিকে ঢাকাসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়তে পারে।

এখনও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা শীতের মৌসুমের চাইতে কয়েক ডিগ্রি বেশি থাকায় আপাতত শীত জেঁকে বসার কোনও সম্ভাবনা নেই।

এ ব্যাপারে মি. কুদ্দুস জানান, দিনের বেলা আকাশে মেঘ থাকায় সূর্যের তাপ সেভাবে পড়েনি। তাই তাপমাত্রা কিছুটা কমে গিয়েছে। কিন্তু দিনের তাপমাত্রা এখনও বেশি আছে।

তাপমাত্রা মূলত নেমে যাচ্ছে রাতের বেলায়। এ কারণে মনে হতে পারে যে শীত পড়ছে। বিশেষ করে রংপুর, সিলেট অঞ্চলে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে।

"কিন্তু তার মানে এই না যে শীত পড়েছে।" বলেন মি. কুদ্দুস।

এর কারণ হিসেবে তিনি জানান, "রাতে শীত শীত অনুভূত হলেও দিনের বেলায় তেমন শীত নেই। দিনে আর রাতে তাপমাত্রার পার্থক্য এখনও দ্বিগুণের কাছাকাছি। যখন দিনের আর রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, তখনই আমরা বলতে পারবো যে শীত পড়েছে।"

আরও পড়তে পারেন:

তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি সেলসিয়াস

রংপুরের কয়েকটি অঞ্চলে রাতের তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে।

রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই বিভাগের তেঁতুলিয়ায়, প্রায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন ধরেই ওই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আটকে আছে।

তবে ওই জেলায় রবিবার দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

অর্থাৎ দিনে ও রাতের তাপমাত্রার পার্থক্য দ্বিগুণেরও বেশি।

এছাড়া রংপুর সদর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাটের তাপমাত্রাও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যদিও এর আগে ঢাকার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছিল।

অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী সোমবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এছাড়া উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

লঘুচাপ ঘনীভূত হতে পারে

আবহাওয়া অধিদফতর সূত্র বলছে, গত ১০ই নভেম্বর রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছিল তবে সেটা দুদিন পরই দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়।

নিম্নচাপ থাকাকালে ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টিপাত হয়েছিল।

বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি মধ্য আন্দামান এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটা ঘনীভূত হতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার কয়েকটি অঞ্চলে বিস্তৃত রয়েছে।

এরিমধ্যে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

তবে সেটি দুর্বল হতে হতে প্রচুর মেঘ ভারতের দক্ষিণ উপকূল ছাপিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ পর্যন্ত চলে এসেছে।

এ কারণে বৃহস্পতিবার থেকেই ঢাকাসহ দেশটির বেশির ভাগ এলাকার আকাশ-বৃষ্টির খেলা চলছে। যার কারণে হালকা শীত অনুভূত হচ্ছে।

তবে শীত জেঁকে বসার সম্ভাবনা কয়েকদিনের মধ্যে নেই বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

বিবিসি বাংলায় আরো পড়ুন: