কাশ্মীর: সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে ভারতের ৫ সৈন্য নিহত

ভারতশাসিত কাশ্মীরে সম্প্রতি বেসামরিক লোক হত্যার ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ভারতশাসিত কাশ্মীরে সম্প্রতি বেসামরিক লোক হত্যার ঘটনায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল।

ভারতের সেনাবাহিনী বলছে, সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে তাদের পাঁচ জন সৈন্য নিহত হয়েছে।

সোমবার একটি তল্লাশি অভিযানের সময় লড়াই শুরু হলে এই সৈন্যরা নিহত হয়।

বলা হচ্ছে, ফেব্রুয়ারি মাসের পর এটিই ভারতীয় সেনাবাহিনীর ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।

সম্প্রতি এ অঞ্চলে সন্দেহভাজন বিদ্রোহীদের হাতে বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হবার পর সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

ভারতশাসিত কাশ্মীরের সেনা কর্মকর্তারা বলছেন, পুঞ্চ জেলার একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীরা লুকিয়ে আছে বলে খবর পাওয়ার পর সৈন্যরা ওই গ্রামটি ঘিরে ফেলে।

সেনা মুখপাত্র লেঃ কর্ণেল দেবেন্দর আনন্দ জানান, ওই তল্লাশি অভিযানের সময় চারজন সেনা ও একজন অফিসার নিহত হয়েছেন। অভিযানটি এখনো চলছে বলে তিনি জানান।

সম্পর্কিত খবর:

কাশ্মীর এখন ভারত ও পাকিস্তান-নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে বিভক্ত
ছবির ক্যাপশান, কাশ্মীর এখন ভারত ও পাকিস্তান-নিয়ন্ত্রিত দুটি অঞ্চলে বিভক্ত

সন্দেহভাজন জঙ্গিদের হাতে বেসামরিক লোক নিহত হবার বেশ কয়েকটি ঘটনার মধ্যে এই লড়াইয়ের খবর পাওয়া গেল। গত সপ্তাহে ছয় দিনের মধ্যে সাত জন বেসামরিক লোককে গুলি করে হত্যা করা হয়েছে।

কাশ্মীরের রাজনীতিবিদরা এসব হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৪০০-রও বেশি লোককে আটক করা হয়েছে।

ভারতের সংবিধানের যে ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরের স্বায়ত্বশাসন নিশ্চিত করা হয়েছিল - ২০১৯ সালে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার তা বাতিল করার পর থেকে কাশ্মীর অঞ্চলের তরুণরা আরো বেশি করে ভারতীয় শাসন-বিরোধী বিদ্রোহী তৎপরতার দিকে ঝুঁকে পড়ছে।

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসেও দু'দেশ একে অপরের ওপর বিমান হামলা চালায়।

বিবিসি বাংলায় আরো খবর: