পরীমনি: জামিন পাননি, আরও একদিনের রিমান্ডে

ছবির উৎস, TAHSAN EHSANUL
বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগারে থাকা অভিনেত্রী পরীমনির আরও একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আদালতে সিআইডির পক্ষ থেকে আবারো পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিলো। অন্যদিকে পরীমনির পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা।
আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলেন জানিয়েছেন আইনজীবীরা।
আদালতের আদেশের পর বাইরে পরীমনির আইনজীবী অপেক্ষমান সংবাদকর্মীদের বলেন, "পরীমনি একজন প্রখ্যাত ব্যক্তি। সারাদেশের মানুষ তাকে চিনে। তিনি একজন নারী। এ জন্য জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না বলে আদালতে বলেছি। আদালত সব শুনে জামিনের আবেদন নামঞ্জুর করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন" ।
গত ৪ঠা অগাস্ট পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে ওই বাসা থেকে মাদক উদ্ধারের দাবি করে র্যাব।
ওইদিন প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে ওই বাসায় অভিযানের পরদিন র্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলো যে পরীমনি আগে থেকেই অ্যালকোহলে আসক্ত এবং তার বাসা থেকে ১২০টি আগের ব্যবহার করা বোতল ও ১৯টি বিদেশি মদের বোতল তারা উদ্ধার করেছে।
অভিযানের সময় বিপুল পরিমাণ মদ ছাড়াও এলএসডি ও আইসের মতো মাদক উদ্ধার করা হয়েছে বলে র্যাব দাবি করে।
র্যাব আটক করলেও এই মামলার তদন্তভার প্রথমে পায় ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে পুলিশ সদর দপ্তরের আদেশে তদন্তভার যায় অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডিতে।
৫ই অগাস্ট আদালতে উপস্থাপনের পর তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয় এই অভিনেত্রীকে।

ছবির উৎস, TAHSAN EHSANUL
এই রিমান্ডের মেয়াদ শেষ হবার পর ৯ই অগাস্ট আবারো তাকে আদালতে উপস্থাপন করে পাঁচ দিনের রিমান্ড চায় সিআইডি। তবে আদালত দু দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
পরীমনির সঙ্গে একই দিন গ্রেপ্তার হওয়া চিত্র পরিচালক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় দুইদিন এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী সবুজ আলীসহ চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
দুদিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে উপস্থাপনের পর তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
পরে সোমবার তার পক্ষ থেকে আবারো জামিনের আবেদন করা হয় যার শুনানির দিন ধার্য ছিলো বুধবার। কিন্তু সেদিনই শুনানির আগে রাষ্ট্রপক্ষ জানায় যে সিআইডি পরীমনিকে আরও পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে।
পরে আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে।
ওদিকে আটক থাকা অবস্থাতেই পরীমনির সাথে এক পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের আদেশ দেয় পুলিশ কর্তৃপক্ষ।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
এর আগে জুন মাসে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন পরীমনি।
তিনি প্রথমে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগ তুলে বেশ সাড়া ফেলে দেন। আক্রান্ত হওয়ার পর প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোন সাড়া পাননি বলে অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।
এ ঘটনার জের ধরে মামলা হয় এবং ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে আটক করা হয়, যিনি বর্তমানে জামিনে মুক্ত আছেন।
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।








